Advertisement
Advertisement

Breaking News

গোষ্ঠী সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ, কানাডায় বেঘোরে মৃত্যু ভারতীয় ছাত্রীর

পড়ুয়ার মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছে টরন্টোর ভারতীয় দূতাবাস।

Indian Student Dies In Canada During Clash of two group
Published by: Kishore Ghosh
  • Posted:April 19, 2025 3:45 pm
  • Updated:April 19, 2025 4:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোষ্ঠী সংঘর্ষের মাঝে পড়ে কানাডার রাস্তায় বেঘোরো মৃত্যু হল এক ভারতীয় ছাত্রীর। বুধবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ কলেজ শেষে বাস ধরার জন্য রাস্তার ধারে অপেক্ষা করছিলেন ২১ বছরের হরসিমরত রান্ধওয়া। ওই সময় রাস্তায় দুই গোষ্ঠীর মধ্যে গুলি লড়াই চলছিল। তখনই একটি গুলি লাগে হরসিমরতের বুকে। তাতেই মৃত্যু হয়েছে ভারতীয় পড়ুয়ার।

হরসিমরতের বাড়ি পাঞ্জাবের তরন তারন জেলার ধুন্দা গ্রামে। এক বিবৃতিতে ছাত্রীর পরিবার জানিয়েছে, “পড়াশোনার জন্য বছর দুই আগে কানাডা গিয়েছিলেন তরুণী। অন্যদিনের মতোই কলেজ শেষে রাস্তায় বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় আচমকা রাস্তায় দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই শুরু হলে তিনি গুলিবিদ্ধ হন। এর ফলেই মৃত্যু হয়েছে তাঁর।” খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আশঙ্কাজনক হরসিমরতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও বাঁচানো যায়নি তাঁকে।

Advertisement

ভারতীয় ছাত্রীর মৃত্যুর ঘটনায় টরন্টোয় ভারতের কনসুলেট জেনারেলের তরফে দুঃখপ্রকাশ করা হয়েছে। এক্স হ্যান্ডলে কনসুলেট জেনারেলের তরফে লেখা হয়েছে, “হ্যামিলটনে ভারতীয় পড়ুয়া হরসিমরত রান্ধওয়ার মৃত্যুতে আমরা শোকাহত। স্থানীয় পুলিশ তদন্ত করছে। তারা জানিয়েছে, দুই ব্যক্তির সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু হয়েছে হরসিমরতের। নিহত ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সব রকম ভাবে সহযোগিতা করা হবে।” এদিকে ছাত্রীর মৃতদেহ দেশে ফেরানোর বিষয়ে বিদেশ মন্ত্রকের সাহায্য চেয়েছে পরিবার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement