সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার (America) ইন্ডিয়ান প্রদেশের একটি জিমে দুষ্কৃতীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছিলেন ভারতীয় ছাত্র বরুণ রাজ পুচা। হাসপাতালে ওই ছাত্রের চিকিৎসা চলছিল। গত কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও শেষরক্ষা হল না। বুধবার মৃত্যু হয়েছে তাঁর। তেলেঙ্গানার বাসিন্দা বরুণ বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছিল ভালপারাইসো বিশ্ববিদ্যালয়ে। এদিন ওই বিশ্ববিদ্যালয়ের তরফে ওই ছাত্রের মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছে।
তেলেঙ্গানার বাসিন্দা বছর ২৪-এর বরুণ পড়াশোনার জন্যই আমেরিকায় গিয়েছিলেন। বিজ্ঞান বিষয়ে স্নাতক স্তরে ভর্তি হয়েছিলেন ইন্ডিয়ানা প্রদেশের ভালপারাইসো বিশ্ববিদ্যালয়ে। সেই সূত্রে ইন্ডিয়ানাতেই থাকতেন তিনি। গত ২৯ অক্টোবর জিমে গিয়েছিলেন তিনি। সেখানে এক দুষ্কৃতী তাঁর মাথায় ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আগেই জানা গিয়েছিল, তিনি লাইফ সাপোর্টে আছেন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এদিন তাঁর মৃত্যুর কথা জানিয়েছে ভালপারাইসো বিশ্ববিদ্যালয়।
ভারতীয় ছাত্রের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে, “ভারাক্রান্ত হৃদয়ে আমরা বরুণ রাজ পুচার মৃত্যুসংবাদ সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি। বিশ্ববিদ্যালয় পরিবার তার এক সদস্যকে হারাল। বরুণের পরিবার এবং বন্ধুদের প্রতি রইল আমাদের আন্তরিক প্রার্থনা। তাদের এই ভয়ংকর ক্ষতির জন্য শোক প্রকাশ করছি।” পাশাপাশি জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামী ১৬ নভেম্বর বরুণের স্মরণসভার আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, বরুণ আক্রান্ত হওয়ার পরেই বিবৃতি জারি করেছিল মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যেখানে বলা হয়েছিল, “ভারতীয় স্নাতক ছাত্র বরুণ রাজ পুচাকে নৃশংস হামলার খবরে আমরা গভীর উদ্বিগ্ন। স্থানীয় পুলিশ এই ঘটনার তদন্ত করছে।” ইতিমধ্যে ঘটনায় অভিযুক্ত জর্ডান আন্দ্রেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই দুষ্কৃতীর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.