সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৩০ নভেম্বর শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের ৫৫১তম জন্মবার্ষিকী। বিশ্বের বিভিন্ন জায়গায় সেই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে প্রতিবছরের মতো মূল অনুষ্ঠানটি হবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুরুদ্বার জন্মস্থান নানকানা সাহিবে। সেই অনুষ্ঠানে যোগ দিতে করোনা আবহেও পাকিস্তানে গেলেন ৬০০ জনের বেশি শিখ তীর্থযাত্রী।
এপ্রসঙ্গে পাকিস্তানের উদ্বাস্তু সম্পত্তি বিষয়ক ট্রাস্ট (ETPB)-এর মুখপাত্র আসিফ হাসমি জানান, নানকানা সাহিবে (Nankana Sahib) বাবা গুরু নানক দেব ( Guru Nanak Dev) -এর ৫৫১তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য ২৭ তারিখ ওয়াঘা সীমান্ত পেরিয়ে মোট ৬০২ শিখ তীর্থযাত্রী পাকিস্তানে এসেছেন। তাঁরা এখানে ১০ দিন ধরে পাঞ্জাব প্রদেশে থাকা অন্য গুরুদ্বারগুলিও দর্শন করবেন। ইটিপিবির চেয়ারম্যান ডা. আমের আহমেদের নির্দেশে ভারত থেকে আসা শিখ তীর্থযাত্রীদের জন্য সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
পাকিস্তানের প্রশাসন সূত্রে খবর, ৬০০ জনের বেশি শিখ তীর্থযাত্রী ২৭ নভেম্বর ওয়াঘা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে এসেছেন। এদেশে আসার পর তাঁদের স্বাগত জানান ইটিপিবির অতিরিক্ত সচিব তারিক ওয়াজির, পাকিস্তান শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটি (PSGPC) সভাপতি সৎবন্ত সিং সাধারণ সম্পাদক আমের সিং ও প্রাক্তন সভাপতি বিষাণ সিং। তাঁদের পাশাপাশি সেখানে তীর্থযাত্রীদের স্বাগত জানান ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসের দুই কর্মী আর বি সোরান ও সন্তোষ কুমার। সমস্ত তীর্থযাত্রীদের কাছ থেকে কোভিড-১৯ নেগেটিভের সার্টিফিকেট দেখার পর সীমান্ত থেকে বাসে করে নানকানা সাহিবে পাঠানো হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.