সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার (US) ওহিওয় গবেষণারত এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হল গুলিবিদ্ধ হয়ে। গাড়ির ভিতরেই গুলি করা হয় তাঁকে। তিনি সেদেশের সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি পড়ুয়া ছিলেন। গত ৯ নভেম্বর তিনি গুলিবিদ্ধ হন। ১৮ তারিখ বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে প্রয়াত হন আদিত্য আদালকা নামের ওই পড়ুয়া। এক মার্কিন সংবাদমাধ্যমের সূত্রে এমনটাই জানা গিয়েছে।
ঠিক কী হয়েছিল? ঘটনার দিন আদালকা গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। স্থানীয় সময় ভোর ৬টা ২০ নাগাদ তাঁর গাড়িতে হামলা চালায় আততায়ীরা। গাড়িটি গিয়ে ধাক্কা মারে একটি দেওয়ালে। জানলার কাচে অন্তত তিনটি বুলেটের ছিদ্র দেখা গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আশঙ্কাজনক অবস্থায় তিনি চিকিৎসাধীন ছিলেন। ক্রমেই অবনতি হতে থাকে অবস্থার। অবশেষে ১৮ নভেম্বর মৃত বলে ঘোষণা করা হয় ওই পড়ুয়াকে।
কেন এমন হামলা তা এখনও বোঝা যায়নি। পুলিশ তদন্তে নামলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। জানা গিয়েছে, পড়াশোনায় অত্যন্ত উজ্জ্বল ছিলেন আদালকা। ২০২০ সাল নাগাদ তিনি এখানে আসেন। বিশ্ববিদ্যালয়ের ডিন অ্যান্ড্রু ফিলাক জানিয়েছেন, সকলের খুব প্রিয় ছিলেন ওই পড়ুয়া। দয়ালু ও স্বভাবরসিক তরুণটিকে সকলেই পছন্দ করতেন। তাঁর গবেষণাও শিক্ষকদের নজর কেড়েছিল। ২০২৫ সালের মধ্যেই আদালকার পিএইচডি সম্পূর্ণ হওয়ার কথা ছিল। এমন সম্ভাবনাময় এক পড়ুয়ার এমন করুণ পরিণতিতে তাঁর বন্ধু ও নিকটজনেরা শোকাবিষ্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.