সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বংশোদ্ভূত এক মহিলার মর্মান্তিক মৃত্যু হল নিউ ইয়র্কের (New York) কাছেই এক বিমান দুর্ঘটনায় (Plane accident)। ওই দুর্ঘটনায় মহিলার কন্যা ও পাইলট ইনস্ট্রাকটর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, মৃত মহিলার নাম রোমা গুপ্তা। তাঁর বয়স হয়েছিল ৬৩। তাঁর মেয়ে রিভা গুপ্তার বয়স ৩৩। তাঁরা চার আসনের সিঙ্গল ইঞ্জিনের ছোট ওই বিমানটিতে উঠেছিলেন। আচমকাই বিমানের ককপিট থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। এরপরই বিমানটি আছড়ে পড়ে মাটিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রোমার। তাঁর মেয়ে ও ২৩ বছরের পাইলট ইনস্ট্রাকটরকে ভরতি করা হয়েছে হাসপাতালে। তাঁদের শরীরের বহু জায়গা পুড়ে গিয়েছে। তাঁরা গুরুতর আহত। দুর্ঘটনাস্থল থেকে একজন স্থানীয় নাগরিক তাঁদের উদ্ধার করেন।
জানা গিয়েছে, এই উড়ানটি ছিল একটি পরীক্ষামূলক উড়ান। সাধারণ মানুষ কতটা উৎসাহিত হন, তা দেখাই ছিল লক্ষ্য। কিন্তু সেই উড়ানেই ঘটে যায় দুর্ঘটনা। কিন্তু বিমান ওড়ার খানিক পরেই পাইলট জানান, ধোঁয়া বেরচ্ছে কেবিন থেকে। কিন্তু শেষ পর্যন্ত কিছু করে ওঠার আগেই ঘটে যায় দুর্ঘটনা। কী কারণে দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। তবে তদন্তকারীরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.