Advertisement
Advertisement

সমকামী সম্পর্কের পথের কাঁটা সরাতে স্ত্রীকে খুন স্বামীর

বিয়ের আগে থেকেই পুরুষের প্রতি আকৃষ্ট ছিল অভিযুক্ত৷

Indian-Origin woman found dead in UK
Published by: Sayani Sen
  • Posted:December 5, 2018 11:17 am
  • Updated:December 5, 2018 11:17 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক পুরুষকে মনে ধরেছিল আরেক বিবাহিত পুরুষের৷ একসঙ্গে থাকার স্বপ্নও দেখতে শুরু করেছিল দু’জনে৷ সম্পর্কের পরিণতির মাঝে বাধা হয়ে দাঁড়ায় স্ত্রী৷ সমকামী সম্পর্কের জেরে মার্কিন মুলুকে খুন হতে হয় এক ভারতীয় মহিলাকে৷ এই ঘটনায় ওই মহিলার স্বামীকে দোষী সাব্যস্ত করেছে আদালত৷

[২০০৪-এ বিজেপি না হারলে কাশ্মীর সমস্যা মিটে যেত: ইমরান খান]

চলতি বছরেই মার্কিন মুলুকের বাসিন্দা মিতেশ প্যাটেলের সঙ্গে বিয়ে হয় জেসিকার৷ দিব্যি চলছিল সংসার। দম্পতির মধ্যে তেমন কোনও অশান্তির আঁচ পাননি কেউই৷ আচমকাই মে মাসে বাড়ি থেকে উদ্ধার হয় ফার্মাসিস্ট জেসিকার দেহ৷ তাঁর দেহে মেলে একাধিক ক্ষতচিহ্ন৷ পরিজনরা দাবি করেন, মিতেশই খুন করেছে জেসিকাকে৷ যদিও খুনের কথা অস্বীকার করে মিতেশ৷পুলিশকে জানায়, ঘটনার দিন কাজ সেরে বাড়ি ফিরে স্ত্রীর মৃতদেহ দেখতে পায় সে৷ এরপরই শুরু হয় জেসিকার রহস্যমৃত্যুর তদন্ত৷

Advertisement

[২০০৪-এ বিজেপি না হারলে কাশ্মীর সমস্যা মিটে যেত: ইমরান খান]

রহস্যের জট যত খুলতে থাকে ততই অবাক হয়ে যান তদন্তকারীরা৷ মিতেশকে জেরায় মেলে একাধিক অসঙ্গতি৷ পুলিশ জানতে পারে, ২০১১ সালে ডেটিং অ্যাপের মাধ্যমে অমিত নামে এক যুবকের সঙ্গে আলাপ হয় মিতেশের৷ অমিত এবং মিতেশ সমকামী সম্পর্কে জড়িয়ে পড়ে৷ ক্রমেই গভীর হতে থাকে দু’জনের সম্পর্ক৷ অমিতের সঙ্গে সম্পর্কের মাঝেই জেসিকাকে বিয়ে করে মিতেশ৷ এরপরই শুরু হয় অশান্তি৷ অমিত একসঙ্গে থাকার জন্য চাপ দিতে থাকে মিতেশকে৷ দু’জনের মাঝে বাধা হয়ে দাঁড়ায় জেসিকা৷ পথের কাঁটা সরাতেই জেসিকাকে খুনের সিদ্ধান্ত নেয় মিতেশ৷ স্ত্রীকে খুনের পরিকল্পনার কথাও মেসেজে অমিতকে জানায় সে৷ পুলিশের দাবি, অতিরিক্ত মাত্রায় ইনসুলিন ইঞ্জেকশন দিয়ে স্ত্রীকে খুনের পরিকল্পনা করে সে৷ ইন্টারনেটের মাধ্যমে এ বিষয়ে রীতিমতো পড়াশোনা করে মিতেশ৷ এরপরই মে মাসে স্ত্রীকে খুন করে সে৷ পরিকল্পনামাফিক ঘটনার দিন প্রথমে জেসিকার হাত বেঁধে দেয় মিতেশ৷ এরপর ইঞ্জেকশনের মাধ্যমে অতিরিক্ত ইনসুলিন স্ত্রীর রক্তে মিশিয়ে দেওয়া হয়৷ মৃত্যু নিশ্চিত করতে একটি প্লাস্টিক ব্যাগ মুখে জড়িয়ে জেসিকার শ্বাসরোধ করে মিতেশ৷ 

[উত্তাল প্যারিসে জরুরি অবস্থার ভ্রুকুটি, গণবিক্ষোভ রুখতে তুঙ্গে তৎপরতা]

পুলিশের হাতে আসা তথ্যের ভিত্তিতে জেসিকার মৃত্যুর ঘটনায় মিতেশকে গ্রেপ্তার করা হয়৷ আদালতও সমস্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে মিতেশকে দোষী সাব্যস্ত করে৷ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে তাকে৷ জেসিকার মৃত্যুর পর থেকেই ভেঙে পড়েছেন তাঁর পরিজনেরা৷ জেসিকার পাশাপাশি গোটা পরিবারের সঙ্গেই মিতেশ প্রতারণা করেছে বলেই দাবি মৃতার পরিজনদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement