Advertisement
Advertisement

Breaking News

Melbourne-Delhi flight

হল না ঘরে ফেরা, মেলবোর্ন থেকে দিল্লিগামী বিমানে মৃত্যু ভারতীয় তরুণীর!

চার বছর বাদে দেশে ফিরছিলেন তরুণী।

Indian-origin woman dies on Melbourne-Delhi flight
Published by: Kishore Ghosh
  • Posted:July 1, 2024 8:45 pm
  • Updated:July 1, 2024 9:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্ন থেকে দিল্লিগামী বিমানে মর্মান্তিক মৃত্যু হল এক ভারতীয় তরুণীর। বিমান টেক অফের ঠিক আগে আসনে বসা অবস্থায় মৃত্যু হল ২৪ বছরের ওই তরুণীর। চার বছর পরে পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলে দেশে ফিরছিলেন তিনি। 

কান্তাস এয়ারওয়েসের (Qantas Airways) উড়ানে মেলবোর্ন থেকে দিল্লি আসার কথা ছিল চব্বিশ বছরের মনপ্রীত কাউরের। শেফ হওয়ার স্বপ্ন দেখে সুদূর অস্ট্রেলিয়ায় পড়তে গিয়েছিলেন তিনি। চার বছর পর দেশে ফিরছিলেন। যদিও ফেরা আর হল না! জানা গিয়েছে, বিমানে ওঠার আগেই অসুস্থ বোধ করেন মনপ্রীত। যদিও শেষ পর্যন্ত নির্বিঘ্নে উড়ানে নিজের আসনে বসেন। তবে সিট বেল্ট বাঁধার সময় আসন থেকে পড়ে যান। তখনই মৃত্যুর কোলে ঢলে পড়েন তরুণী। এই ঘটনা গত ২০ জুনের। বিমানকর্মীরা ছুটে এসে তাঁকে আপাতকালীন চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। যদিও তার আগেই মৃত্যু হয় মনপ্রীতের।

Advertisement

 

[আরও পড়ুন: দেশে এই প্রথম গণপ্রহারে কড়া আইন, জানিয়েছেন শাহ, কোন শাস্তি হবে অপরাধীর?]

মৃত ভারতীয় তরুণীর বন্ধু গুরদীপ গ্রেওয়াল বলেন, “অসুস্থ শরীরে বিমানে উঠলেও সিট বেল্ট বাঁধতে পারছিল না মনপ্রীত। বিমান ছাড়ার ঠিক আগের মুহূর্তে নির্দিষ্ট আসনের সামনেই পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।” জানা গিয়েছে, ২০২০ সালের মার্চ মাসে অস্ট্রেলিয়ায় যান তরুণী। 

 

[আরও পড়ুন: পুরনো মামলায় কারাদণ্ড মেধা পাটেকরের, কোন অপরাধে সাজা হল সমাজকর্মীর?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement