নিজস্ব চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump), একথা প্রায় নিশ্চিত। এবার মার্কিন রাজনীতির অন্দরে জোর জল্পনা, তাহলে রানিং মেট হিসাবে কার নাম ঘোষণা করবেন ট্রাম্প? সূত্রের খবর, নিজের ডেপুটি হিসাবে কোনও ভারতীয় বংশোদ্ভূতকেই মনোনীত করতে চান রিপাবলিকান নেতা।
মার্কিন প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে প্রথম থেকে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসাবে ময়দানে নেমেছিলেন ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী (Vivek Ramaswamy)। তবে লড়াই শুরুর পরেই নাম তুলে নেন তিনি। সাফ জানিয়ে দেন, প্রেসিডেন্ট পদে ট্রাম্পকেই সমর্থন করা উচিত সকলের। একে একে সমস্ত প্রতিপক্ষই ট্রাম্পের বিরুদ্ধে লড়াই থেকে সরে দাঁড়ান। একমাত্র নিকি হ্যালি এখনও রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন। অনেকের অনুমান ছিল, ভারতীয় বংশোদ্ভূত নিকিকেই হয়তো রানিং মেট হিসাবে ঘোষণা করতে পারেন ট্রাম্প।
তবে রিপাবলিকান পার্টি সূত্রে খবর, মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীর হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বিবেক রামাস্বামী। ভারতীয় বংশোদ্ভূত প্রার্থীকে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন ট্রাম্প নিজেও। মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস সূত্রে খবর, দলের অন্দরে ১৫ শতাংশ ভোট পড়েছে বিবেকের পক্ষে। ফলে আগামী দিনে বিবেককেই রানিং মেট ঘোষণা করতে পারেন ট্রাম্প, সেই সম্ভাবনা প্রবল। তবে বিবেক একা নন, তাঁর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ক্রিস্টি নোয়েম। তাঁর ঝুলিতেও রয়েছে ১৫ শতাংশ ভোট। দৌড়ে তৃতীয় স্থানে রয়েছেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত তুলসী গ্যাবার্ড (Tulsi Gabbard)।
উল্লেখ্য, একের পর এক দলীয় নির্বাচনে জিতে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়া কার্যত নিশ্চিত করে ফেলেছেন ট্রাম্প। চলতি বছরেই মার্কিন মুলুকে নির্বাচন। তার আগেই শনিবার দক্ষিণ ক্যারোলিনায় বড় জয় পেয়েছেন ট্রাম্প। প্রতিপক্ষের ঘরের মাঠেই হারালেন নিকি হ্যালিকে। ক্রমশই উজ্জ্বল হচ্ছে হোয়াইট হাউস দখলে জো বাইডেনের সঙ্গে তাঁর ‘ফাইনালে’র সম্ভাবনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.