সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউরোপের সবচেয়ে বড় কর ফাঁকির মামলায় ভারতীয় বংশোদ্ভূত ধনকুবের সঞ্জয় শাহর নাম জড়াল। এই কাণ্ডের ধাক্কায় ব্রিটেনের ব্যাঙ্কগুলিও বড়সড় সমস্যায় পড়বে বলে মনে করা হচ্ছে। এক আর্থিক লেনদেন বিষয়ক ওয়েবসাইটের দাবি, কেবল জার্মানিতেই ১ হাজার কোটি পাউন্ডের দুর্নীতি হয়েছে। মামলার বহু অভিযুক্তেরই অন্যতম সঞ্জয়।
জানা যাচ্ছে, লন্ডনেই অভিযুক্তের সংখ্যা প্রায় দুহাজার। ব্যাঙ্কার, ফান্ড ম্যানেজার থেকে দালাল- বাকি নেই কেউই। এক কথায় এই কেলেঙ্কারিকে ‘কাম-এক্স’ কেলেঙ্কারি নামে ডাকা হচ্ছে। এক মার্কিন সংবাদমাধ্যমের দাবি, মূলত একটি ‘ডবল-টিপিং’ কৌশলের সাহায্যে বেআইনি ভাবে লভ্যাংশ কর ফেরত পেয়েছেন অভিযুক্তরা। আর তাঁদের দলেই উঠেছে সঞ্জয়ের নামও। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।
১৯৭০ সালে লন্ডনেই (London) জন্ম এই ধনকুবেরের। মেডিক্যালে ভরতি হলেও তা অসম্পূর্ণ রেখে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাশ করেন সঞ্জয়। ব্যাঙ্কার হিসেবে সফল কেরিয়ার ছিল। কিন্তু ২০০৮ সালে বিশ্বব্যাপী আর্থিক মন্দার কবলে পড়ে চাকরি হারান তিনি। এরপর লন্ডনে হেজ ফান্ড ফার্ম সোলো ক্যাপিটাল প্রতিষ্ঠা করেন। অনেক আগেই আর্থিক জালিয়াতির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অন্য এক প্রতারণার মামলায় দোষী সাব্যস্তও হন তিনি।
তাঁর বিরুদ্ধে অভিযোগ, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম ও ডেনমার্কের রাষ্ট্রীয় কোষাগার থেকেও বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার। বিতর্কে জড়িয়ে আগেই দুবাইয়ে চলে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন সঞ্জয় (Sanjay Shah)।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.