Advertisement
Advertisement

বিমানবন্দরে স্তন্যদান করে মাতৃত্বের পরিচয় দিতে হল মহিলাকে

একটি ঘরে তাঁর বস্ত্র খুলে স্তনে পাম্প বসিয়ে পরীক্ষা করা হয়৷

Indian-Origin Mother forced to prove lactation at German airport
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 1, 2017 8:02 am
  • Updated:February 1, 2017 8:02 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জার্মানির বিমানবন্দরে হেনস্তার শিকার হতে হল এক ভারতীয় বংশোদ্ভূত মহিলাকে৷ বন্দর কর্তৃপক্ষের সামনে স্তন্যদান করে সন্তানের মা হওয়ার পরিচয় দিতে হল তাঁকে৷

মঙ্গলবার জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট বিমানবন্দরে এমন ঘটনার ঘটেছে বলে জানা গিয়েছে৷ সিঙ্গাপুরের একটি পরিবহণ সংস্থায় কর্মরত ওই মহিলাকে বন্দরের গেটের কাছে আটকে দেওয়া হয়৷ মহিলা জানান, তিনি ব্রেস্ট পাম্প সঙ্গে রেখেছিলেন৷ তবে তাঁর সঙ্গে তাঁর বছর তিনেক এবং সাত মাসের দুই সন্তান ছিল না৷ তাই বন্দর কর্তৃপক্ষের সন্দেহ হয়৷ কর্তৃপক্ষের সন্দেহ দূর করতে স্তন পাম্প করে দেখাতে হয় ওই মহিলাকে৷ গোটা ঘটনায় অত্যন্ত লজ্জিত তিনি৷ ইতিমধ্যেই জামার্ন পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন৷ যদিও তাঁর অভিযোগ নিয়ে বিস্তারিতভাবে কিছু জানাতে চায়নি পুলিশ৷ তবে এটুকু বলা হয়েছে, যে বিমানবন্দরে মহিলাদের এধরনের চেক-আপ একেবারেই বাধ্যতামূলক নয়৷

Advertisement

(প্রকাশিত হল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল)

মহিলা জানান, গত বৃহস্পতিবার জার্মানি থেকে প্যারিসে রওনা দেওয়ার কথা ছিল তাঁর৷ তখনই সিকিউরিটি স্ক্রিনিং স্টেশনের সামনে তাঁকে দেওয়া হয়৷ তাঁর ব্যাগে একটি ব্রেস্ট পাম্প পাওয়া যায়৷ যা এক্স-রে মেশিনে ধরা পড়ে৷ তাঁকে পাশে নিয়ে গিয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ৷ প্রায় ৪৫ মিনিট থেকে জেরা হয় তাঁকে৷ পাসপোর্ট জমা রেখে এক মহিলা নিরাপত্তারক্ষীর কাছে পাঠানো হয় তাঁকে৷ একটি ঘরে তাঁর বস্ত্র খুলে পাম্পের মাধ্যমে স্তন্যদান করে দেখাতে হল তাঁকে৷ মহিলা বলেন, “গোটা ঘটনায় আমি বিস্মিত এবং হতাশ৷ ভাবতেও পারিনি এমনটা হবে৷”

(হারানো নদীই আসলে দেবী সরস্বতী?)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement