Advertisement
Advertisement

আয়ারল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত নয়া প্রধানমন্ত্রী সম্পর্কে এই তথ্যটি জানেন?

বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে নজির গড়তে চলেছেন তিনি।

Indian origin gay minister Leo Varadkar may become Prime Minister of  Ireland
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 3, 2017 1:15 pm
  • Updated:June 3, 2017 1:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে তিনি সমকামী। প্রকাশ্যে স্বীকারও করেছেন সেকথা। অন্যদিকে, বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে আর কয়েকদিন পরেই নিতে চলেছেন শপথ। এরকমই বর্ণময় চরিত্র আয়ারল্যান্ডের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী চিকিৎসক লিও ভারাদকর।

[অক্ষয় কুমারের এই ছবি ছাপিয়ে যাবে ‘বাহুবলী ২’-এর রেকর্ড!]

এদিকে, ৩৮ বছর বয়সি লিও-র বাবা অশোক ভারাদকর জন্মসূত্রে ভারতীয়। তিনিও পেশায় চিকিৎসক ছিলেন। ছয়ের দশকে লিও-র মা মেরিয়ামের সঙ্গে ইংল্যান্ডে দেখা হয় অশোকের। মেরিয়াম পেশায় নার্স ছিলেন। এরপরেই মেরিয়াম ও অশোক বিয়ে করেন এবং পাকাপাকিভাবে আয়ারল্যান্ডে বাস করতে শুরু করেন। তারপর ১৯৭৯ সালে ডাবলিনে লিও ভারাদকরের জন্ম হয়। মাত্র ২২ বছর বয়সেই রাজনীতিতে আসেন লিও। এরপর ২৭ বছর বয়সেই সাংসদ নির্বাচিত হন। বর্তমানে তিনি সামাজিক নিরাপত্তা মন্ত্রী। এদিকে, ২০১১ সাল থেকে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী পদে ছিলেন তইসিচ এন্ডা কেন্নি। দুর্নীতির অভিযোগে চলতি বছর মে মাসে তিনি সরে দাঁড়ানোর কথা ঘোষণা করতেই প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেন ভারাদকর। এরপর ভোটে হারান প্রতিপক্ষ সাইমন কোভেনেকে। ভারাদকর যেখানে পান ৬০ শতাংশ ভোট, সেখানে সাইমন পেয়েছেন মাত্র ৪০ শতাংশ। ফলে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হতে আর কোনও বাধা রইল না তাঁর।

Advertisement

[ভ্যাপসা গরমে জেরবার বঙ্গ, কবে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি?]

আয়ারল্যান্ডে ১৯৯৩ সালে সমকামিতাকে অপরাধের তালিকা থেকে বাদ দেওয়া হয়। কিন্তু সমলিঙ্গে বিবাহের অধিকার পেতে প্রায় দু’দশক লেগে যায়। শেষপর্যন্ত ২০১৫ সালে গণভোট হয় আয়ারল্যান্ডে। এমনকী সমলিঙ্গে বিবাহের স্বীকৃতি দিয়ে আইন পাস হয় আয়ারল্যান্ডের সংসদে। এরপর আইরিশ ন্যাশনাল রেডিওতে সমলিঙ্গে বিবাহ নিয়ে বক্তৃতা দেন ভারাদকার। ২০১৫ সালে এই জয়ই ভারাদকারকে সিনে গল পার্টিতে অপ্রতিদ্বন্দ্বী করে তোলে। লিও জানিয়েছেন প্রধানমন্ত্রী হওয়ার পর আরও সংস্কার করবেন তিনি। বিশেষ করে গর্ভপাত আইনও বাতিল করার কথা জানিয়েছেন।

[ভারতে থাবা বসাতে ব্যর্থ আইএস, দাবি রাজনাথের]

আয়ারল্যান্ডে থাকলেও মাঝেমধ্যেই মহারাষ্ট্রে গ্রামের বাড়িতে এসেছিলেন লিও। এমনকী মুম্বইয়ের কেইএম হাসপাতালে লিও ইন্টার্নশিপ করেছেন। শুধু তাই নয়, ক্রীড়ামন্ত্রী থাকার সময় আইরিশ ক্রিকেট দলকে মুম্বইতেও এনেছিলেন।

[OMG! নিজের পরনের জিনস ছিঁড়ে খাচ্ছেন সলমন!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement