Advertisement
Advertisement
Indian-origin doctor

আমেরিকায় গুলি করে খুন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসককে! মৃত্যু নিয়ে ঘনাচ্ছে রহস্য

আমেরিকার চিকিৎসক মহলে নামডাক ছিল মৃতের।

Indian-origin doctor allegedly shot dead in USA
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:August 26, 2024 7:18 pm
  • Updated:August 26, 2024 7:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আমেরিকায় মৃত্যু ভারতীয় বংশোদ্ভূতের। টাসকালোসা কাউন্টির আলাবামায় গুলি করে খুন করা হয়েছে রমেশবাবু পেরামসেটি নামে এক চিকিৎসককে! তিনি অন্ধ্রপ্রদেশের তিরুপতির বাসিন্দা ছিলেন। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, আলাবামায় চিকিৎসাক্ষেত্রে নানা উন্নয়নমূলক কাজ করেছিলেন রমেশ। দুঃস্থদের নানাভাবেও সাহায্যও করতেন। আমেরিকার চিকিৎসক মহলেও তাঁর নামডাক ছিল। নানা ওষুধপত্র নিয়ে গবেষণাও করছিলেন বছর আটত্রিশের এই চিকিৎসক। জানা গিয়েছে, রাস্তাতেই গুলি করা হয় রমেশকে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে এই ঘটনা নিয়ে এখনই বিস্তারিতভাবে কিছু বলতে চাইছে না পুলিশ। রমেশের পরিবারের অনুরোধে আপাতত বিষয়টি গোপন রাখা হয়েছে। ফলে ভারতীয় বংশোদ্ভূত এই চিকিৎসকের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য।

Advertisement

[আরও পড়ুন: শয়ে শয়ে মিসাইল-ড্রোন হামলা! পুতিনকে রুখতে ‘বন্ধু’ ইউরোপীয় দেশগুলির সাহায্যপ্রার্থনা জেলেনস্কির

আলাবামার ক্রিমসন কেয়ার নেটওয়ার্কের মেডিক্যাল ডিরেক্টরও ছিলেন রমেশ। এই ঘটনায় শোকপ্রকাশ করে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে , “আপনারা সকলেই হয়তো জেনে গিয়েছেন। চিকিৎসক রমেশবাবু পেরামসেটি আর আমাদের মধ্যে নেই। তাঁর পরিবারের পক্ষ থেকে গোপনীয়তা বজায় রাখার আবেদন জানানো হয়েছে। আমরা সকলেই তাদের এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। এই কঠিন সময় আমরা তাদের পরিবারের পাশে রয়েছি। চিকিৎসাক্ষেত্রে অবদানের জন্য আমরা ওঁর কাছে কৃতজ্ঞ।” স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে টাসকালোসার একটি রাস্তার নাম রমেশবাবুর নামে রাখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এদিকে, কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, তিনি তেলেগু দেশম পার্টির (টিডিপি) নেতা পেরামসেট্টি রামাইয়ার ভাই ছিলেন। আগামিদিনে এই ঘটনার তদন্তে কোন তথ্য উঠে আসে সেদিকেই নজর রেখেছেন সকলে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement