সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদানি ইস্যুতে (Adani Issue) প্রধানমন্ত্রীকে নিশানা করার জের! কড়া ভাষায় মার্কিন ধনকুবের জর্জ সোরসকে আক্রমণ শানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। ধনকুবেরকে ‘একগুঁয়ে, বিপজ্জনক ব্যক্তি’ বলে কটাক্ষ করলেন ভারতের বিদেশমন্ত্রী। তাঁর কথায়, “নির্বাচনে এদের (পড়ুন জর্জ সোরস) পছন্দের ব্য়ক্তি জয়ী হলে খুশি হয়। ভোটের ফল অন্যরকম হলেই গণতন্ত্রে ত্রুটি রয়েছে বলে মনে করেন এরা।”
রাইসিনা-সিডনি আলোচনা চক্রে সংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেন, “সোরস একজন বৃদ্ধ, ধনী, একগুঁয়ে ব্যক্তি। যিনি নিউ ইয়র্কে বসে ভাবেন, তাঁর ধারনা অনুযায়ী গোটা বিশ্ব চলবে। তাঁর ধ্যানধারনাই বিশ্বের সকলের ভাবনাচিন্তা ঠিক করে দেবে। এধরনের ব্য়ক্তিরা মতামত তৈরির জন্য নিজেদের ধনসম্পদ বিনিয়োগ করে।”
জয়শংকরের আরও দাবি, “এধরনের ব্যক্তি যাঁদের পছন্দ করেন, তাঁরা জিতলেই এঁরা মনে করেন, নির্বাচন ঠিকঠাক হয়েছে। আর ভোটে অন্যরকম ফলাফল হলেই ভাবেন গণতন্ত্রে ত্রুটি রয়েছে। এখন আমি যদি এধরনের ব্য়ক্তিত্বের মুখ বন্ধ করাতে চাই, তাহলে এদের কথায় গুরুত্বই দেব না।” পরিশেষে তাঁর খোঁচা, “জর্জ সোরস আদপে একজন বিপজ্জনক ব্যক্তি।” কিন্তু মার্কিন ধনকুবেরকে কেন এমন কড়া ভাষায় আক্রমণ করলেন বিদেশেমন্ত্রী?
সম্প্রতি জার্মানির মিউনিখে একটি সম্মেলনে অংশ নিয়েছিলেন জর্জ। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, ”মোদি এই বিষয়ে (আদানি কাণ্ড) নিয়ে এখনও নীরব। কিন্তু তাঁকে জবাব দিতেই হবে। এই ঘটনা ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় মোদির রাশকে দুর্বল করে দেবে।” সেই সঙ্গেই তাঁর আশা, এবার ভারতে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে। তাঁর এহেন মন্তব্য থেকে পরিষ্কার, তিনি বলতে চাইছেন ভারতে এই মুহূর্তে গণতান্ত্রিক ব্যবস্থা নেই। স্বাভাবিক ভাবেই এই মন্তব্য ঘিরে বিতর্ক ঘনিয়েছে। কেন্দ্র থেকে বিরোধী সকলেই তীব্র প্রতিবাদ জানিয়েছে তাঁর এমন মন্তব্যের। সেই প্রেক্ষিতে এদিন কড়া ভাষায় জবাব দিলেন বিদেশমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.