Advertisement
Advertisement
চুরি

বেড়াতে গিয়ে হোটেলের সামগ্রী চুরি! ভিনদেশে ভারতীয় পরিবারের কুকীর্তি ভাইরাল

হোটেলের ঘর থেকে রকমারি দামি সামগ্রী ব্যাগে পুরে চম্পট দিচ্ছিলেন তাঁরা৷

Indian family caught on hand for stealing stuffs from hotel in Bali
Published by: Sucheta Sengupta
  • Posted:July 27, 2019 8:25 pm
  • Updated:July 27, 2019 8:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গিয়েছিলেন বেড়াতে৷ মহানন্দে ঘুরে বেড়িয়ে বালি থেকে ফিরেও আসছিলেন একটি ভারতীয় পরিবার৷ কিন্তু বেরতে গিয়েই বাধল বিপত্তি৷ শেষবেলায় হোটেলে চেকআউটের সময়ে হোটেল কর্মীদের সন্দেহ হয়৷ দেখা যায়, হোটেলের ঘর থেকে বেশ কিছু জিনিস নিজেদের ঝোলায় পুরে নিয়ে যাচ্ছেন৷ এই সংক্রান্ত একটি ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়েছে৷ কড়া আইনি শাস্তির মুখে পড়তে চলেছে ওই পরিবার৷

[ আরও পড়ুন: সূর্যতেজে গলছে চাদর, রেকর্ড তাপমাত্রায় গ্রিনল্যান্ডের বরফ গলে জল ]

সম্প্রতি ২ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷ যাতে দেখা যাচ্ছে, বালির একটি হোটেল থেকে বেরিয়ে আসছেন একদল নারী-পুরুষ৷ তাঁদের হাতে ব্যাগ৷ তাড়াহুড়ো করে বেরতে দেখেই হোটেল কর্মীদের সন্দেহ হয়৷ তাঁরা ব্যাগগুলি পরীক্ষা করতে যান৷ তাতে প্রথমে তীব্র আপত্তি জানান ওই পর্যটকরা৷ রীতিমতো কথা কাটাকাটি শুরু হয়ে যায়৷ পরে অবশ্য হোটেল কর্তৃপক্ষের নিয়মকানুনের কাছে হার মানতে হয় তাঁদের৷
ব্যাগগুলি স্ক্যানারে দেওয়া হয়৷ স্ক্যানারের ছবি দেখে চমকে ওঠেন হোটেলের কর্মীরা৷ দেখা যায়, ব্যাগের মধ্যে হোটেলের যাবতীয় জিনিসপত্র, যেমন, ঘরের শো-পিস, সাবান, তোয়ালে, চামচ এমনকী ঘরের ইলেকট্রনিক্স সামগ্রীও চুরি করে নিয়ে যাচ্ছেন তাঁরা৷ বেগতিক দেখে পরিবারের এক মহিলা হাত জোড় করে জানান, ওই জিনিসগুলি তাঁদের খুব পছন্দের, তাই তাঁরা নিয়ে যাচ্ছিলেন৷ এসবের দাম তাঁরা মিটিয়ে দিতে প্রস্তুত৷ শুধু তাঁদের যেন ওই সামগ্রী সমেত ছেড়ে দেওয়া হয়৷ নাহলে বিমান ধরতে পারবেন না৷
এমন কাকুতি-মিনতিতে মন গলে যাওয়া তো দূর অস্ত, হোটেল কর্তৃপক্ষের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, দাম নেওয়া হবে না, জিনিসগুলোই ফেরত দিতে হবে৷ ভিডিওতে শোনা গিয়েছে, এক কর্মী স্পষ্ট বলেন, ‘আপনাদের অর্থ থাকতে পারে, তা দিয়ে আপনারা সব কিনে নিতে পারেন৷ কিন্তু তাতে কোনও সম্মান নেই৷’

Advertisement

[ আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে নজিরবিহীনভাবে আমেরিকার পাশে চিন, মধ্যস্থতায় সওয়াল]

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করেছেন হেমন্ত নামের এক ব্যক্তি৷ সেইসঙ্গে তিনি লিখেছেন, ‘ভারতের জন্য অত্যন্ত বিরক্তিকর এবং অবমাননাকর ঘটনা৷ ভারতীয় দূতাবাসের কাছে আবেদন, যারা বিদেশে গিয়ে দেশের মুখ এভাবে পুড়িয়েছে, পরবর্তী সময়ে তাঁদের পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে একবার ভেবে নেন৷’ সত্যি! বালির মতো সুন্দর জায়গায় বেড়াতে গিয়ে এমন এক দুষ্কর্ম, ভারতীয় সংস্কৃতির সঙ্গে একেবারেই বেমানান৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement