প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খলিস্তানি (Khalistan) নেতা নিজ্জর খুনের নেপথ্য নাকি ভারত? অভিযোগ তুলে শোরগোল ফেলে দিয়েছিল কানাডা (Canada)। কিন্তু সেই অভিযোগের স্বপক্ষে প্রমাণ কই? এবার সেই প্রশ্ন তুলে কানাডাকে পালটা চাপে ফেলার কৌশল নিল নয়াদিল্লি। কানাডায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার সঞ্জয়কুমার ভার্মার অভিযোগ, ভারতের বিরুদ্ধে আনা অভিযোগের স্বপক্ষে উপযুক্ত কোনও প্রমাণ দিতে পারেনি অটোয়া।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দি গ্লোব অ্যান্ড মেইল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয়কুমার ভার্মা দাবি করেছেন, “অভিযোগের স্বপক্ষে উপযুক্ত কোনও প্রমাণ নেই যে তদন্তে ওদের (কানাডা) সাহায্য করব।” এখানেই থামেননি তিনি। ভারতীয় হাই কমিশনারের প্রশ্ন, “প্রমাণ কোথায়? তদন্তের ফলাফলই বা কী?” তাঁর আরও দাবি, “ইতিমধ্যে তদন্ত কলঙ্কিত হয়েছে। উচ্চপর্যায়ের কোনও একজনের কাছ থেকে নির্দেশে এসেছিল যে এই খুনের দায় ভারত বা ভারতীয় আধিকারিকদের উপর চাপিয়ে দাও। সেই মতোই কাজ হয়েছে।” স্বাভাবিকভাবেই তাঁর এই দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রসঙ্গত, পার্লামেন্টে দাঁড়িয়ে কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ আনেন, কানাডার খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের নেপথ্যে ভারতের হাত রয়েছে। এর পর থেকে ভারত-কানাডা টানাপোড়েন অব্যাহত। দুই দেশ থেকেই অপর দেশের শীর্ষ কূটনীতিকদের বহিষ্কার করা হয়। দুই দেশের কূটনৈতিক চাপানউতোর এখনও অব্যাহত। এমনকী, এই ইস্যুতে ভারত-কানাডার মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনাও স্থগিত হয়ে গিয়েছে। জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.