Advertisement
Advertisement

বিদেশে লটারি জিতে কোটিপতি প্রবাসী ভারতীয় ডাক্তার

কত টাকা জিতলেন জানেন?

Indian doctor wins Rs 17.5 crores in lottery in UAE mega lottery Chat conversation end
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 6, 2017 7:03 am
  • Updated:April 6, 2017 7:03 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেই কেরল৷ সেই আবুধাবি৷ আর সেই লটারি৷ আরও এক ভারতবাসীর ভাগ্য খুলে দিল আরব আমিরশাহির বিগ টিকিট রাফল৷ এবার সৌভাগ্যের অধিকারী হলেন ভারতীয় ডাক্তার নিশিতা রাধাকৃষ্ণা পিল্লাই৷ ভারতীয় মুদ্রায় ১৭ কোটি ৬৮ লক্ষ টাকা জিতে নিলেন তিনি৷

[প্রতীক্ষা শেষ, আগামী সপ্তাহে গঙ্গায় ঢুকবে মেট্রোর বোরিং মেশিন]

Advertisement

আদতে কেরলের বাসিন্দা হলেও বছর কয়েক ধরে আবুধাবিতেই ছিলেন ভারতীয় চিকিৎসক৷ স্কলারশিপের জন্য গত বছরের জুলাই থেকে আমেরিকায় বসবাস করছেন স্বামী ও দুই সন্তানকে নিয়ে৷ জানান, লটারি কেনার নেশা আসলে তাঁর স্বামীর৷ গত কয়েকমাসে ৫০টির বেশি টিকিট অনলাইনে কিনে ফেলেছেন তিনি৷ স্বামীর এই আসক্তির সৌজন্যেই লক্ষ্মীলাভ হয়েছে নিশিতার৷

[পাকিস্তান চাইলেও কাশ্মীর ইস্যুতে আমেরিকার হস্তক্ষেপ চায় না ভারত]

মাঝরাতে যখন বাবার ফোনটা পেয়েছিলেন, প্রথমে বিশ্বাসই করেননি দম্পত্তি৷ ভেবেছিলেন, হয়তো মজা করতে ফোন করেছেন বাবা৷ কিন্তু পরে যখন অনলাইনে খবরের সত্যতা যাচাই করেন, ধাতস্ত হতে খানিকটা সময় লেগেছিল৷ আবুধাবিতে ক্রমশই জনপ্রিয়তা পাচ্ছে বিগ রাফল এর লটারি৷ ইতিমধ্যে প্রায় ১৭৮ জনকে এভাবেই বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে৷ কিছুদিন আগেও এক ভারতীয় বংশোদ্ভূতর ভাগ্যের শিকে এভাবেই ছিড়েছিল৷ ভারতীয় মুদ্রায় ১২,৭১,৭০,০০০ টাকা জিতে গিয়েছেন শ্রীরাজ কৃষ্ণণ নামে এক যুবক৷ কাকতালীয়ভাবে তিনিও জন্মসূত্রে কেরলেরই বাসিন্দা৷ আবুধাবিতে কাজ করেন শিপিং কোর্ডিনেটর হিসেবে৷

[মহাবীর জয়ন্তীতে রাজ্য জুড়ে মদ-মাংসের বিক্রি নিষিদ্ধ করলেন খাট্টার]

লটারির টাকা পেয়ে সবার আগে নিজের বাড়ির লোন মিটিয়ে ফেলতে চেয়েছিলেন কৃষ্ণণ৷ কিন্তু নিশিতা এখনও ভেবেই উঠতে পারেননি জেতা টাকা দিয়ে কী করতে চান তিনি৷ আপাতত স্কলারশিপ শেষ করে ফিরে আসতে চান আরব আমিরশাহিতে৷ এই শহর তাঁকে অনেক কিছু দিয়েছে৷ তাই এখানেই আবার নতুন করে জীবন শুরু করতে চান৷

[এবার ফেসবুক-হোয়াটসঅ্যাপের জন্য নিয়ন্ত্রণবিধি, সুপ্রিম কোর্টকে জানাল DoT]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement