সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭৫তম স্বাধীনতা দিবসে নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে (Times Square) উড়বে সবচেয়ে বড় জাতীয় পতাকা। গোটা দিনজুড়ে বিলবোর্ডে ফুটে উঠবে ভারতীয় তেরঙ্গা (Indian Flag)। এম্পায়ার স্টেট বিল্ডিংও সেজে উঠবে গেরুয়া-সাদা-সবুজে। সবমিলিয়ে এবার মার্কিন মুলুকে সাড়ম্বরে পালিত হবে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস।
নিউ ইয়র্কের (New York) টাইমস স্কোয়্যার বিশ্বের অন্যতম দ্রষ্টব্য স্থান। আমেরিকার অভিজাত এলাকাও বটে। গত বছর প্রথমবার সেখানে ভারতীয় বংশোদ্ভূতরা জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। গড়েছিলেন ইতিহাস। নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেটিকাটের দ্য ফেডারেশন অব ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের (Fedaration of Indian Association) তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সংগঠনটির তরফে জানানো হয়েছে, ২৫ ফুট উঁচুতে উড়বে ভারতীয় পতাকা। যার আয়তন হবে লম্বায় ৬ ফুট এবং চওড়ায় ১০ ফুট। নিউ ইয়র্কের ভারতীয় কনস্যুলার জেনারেল রণধীর জয়সওয়াল জাতীয় পতাকা উত্তোলন করবেন। তিন রঙের আলোয় সাজবে এম্পায়ার স্টেট বিল্ডিং। হাডসন নদীর উপর এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সেদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। এ প্রসঙ্গে Fedaration of Indian Association-এর অনিল বনসল বলেন, “গত বছরের মতো এ বছরও নিউ ইয়র্ক সিটির টাইম স্কোয়্যারে জাতীয় পতাকা উত্তোলিত হবে।” সবমিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সাড়ম্বরে পালিত হবে ভারতীয় স্বাধীনতা দিবস।
#Indiaat75 Celebrations at @TimesSquareNYC
Sunday #15August , 2021 organized by Federation of Indian Associations NY-NJ-CT
FREE EVENT
1. Flag Hoisting on August 15 at Times Square, New York City at 9:30 AM EST.
2.@EmpireStateBldg India Tricolor Lighting on August 15th Evening pic.twitter.com/RqnxApEzJw— FIA NYNJCT (@FIANYNJCTorg) August 8, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.