Advertisement
Advertisement

Breaking News

Baltimore

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ‘মুক্তি’ নেই, বাল্টিমোর সেতু বিপর্যয়ে আটকে ভারতীয় নাবিকরা

ইতিমধ্যেই নাবিকদের জেরা করেছেন মার্কিন আধিকারিকরা।

Indian crew will remain in Baltimore ship till probe ends

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 2, 2024 1:08 pm
  • Updated:April 2, 2024 1:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাল্টিমোরের সেতু দুর্ঘটনার (Baltimore Bridge Collapse) পরে কেটে গিয়েছে এক সপ্তাহ। এখনও দুর্ঘটনাগ্রস্ত জাহাজেই আটকে রয়েছেন সেখানে কর্মরত ভারতীয় নাবিকরা। জানা গিয়েছে, ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের ওই জাহাজেই থাকতে হবে। কতদিনে তদন্ত শেষ হবে, সেটা কারোওরই জানা নেই।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, যতদিন না বাল্টিমোরের সেতু দুর্ঘটনার তদন্ত শেষ হচ্ছে ততদিন পর্যন্ত ওই এলাকা ছাড়তে পারবেন না নাবিকরা। কারণ তদন্তে নানারকম তথ্য পাওয়া যেতে পারে তাঁদের থেকে। দুর্ঘটনার কবলে পড়া জাহাজের মালিক সংস্থার মুখপাত্র জানিয়েছেন, “আমরা জানি না কতদিন ধরে তদন্ত চলবে।” জানা গিয়েছে, ইতিমধ্যেই নাবিকদের জেরা করেছেন মার্কিন (USA) আধিকারিকরা। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রও জাহাজ থেকে সংগ্রহ করেছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিপজ্জনক দাহ্য় পদার্থ ছিল ওই জাহাজটিতে।

Advertisement

[আরও পড়ুন: ‘অব কি বার ৪০০ পার’, মোদির সমর্থনে ২০০ গাড়ি নিয়ে বিরাট মিছিল আমেরিকায়]

উল্লেখ্য, গত সোমবার ‘দালি’ নামের জাহাজটি শ্রীলঙ্কায় যাচ্ছিল। এর মধ্যে ছিল ৪ হাজার ৭০০টি কন্টেনার। আচমকাই বিদ্যুৎ বিপর্যয় ঘটে জাহাজটিতে। আর তার পরই সেটি ধাক্কা মারে সেতুতে। সঙ্গে সঙ্গে প্যাটাপস্কো নদীতে ভেঙে পড়ে অতিকায় সেতুটি। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, জাহাজের এক ভারতীয় নাবিক চোট পেয়েছিলেন দুর্ঘটনায়। তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসার পর তিনি ফের সেই জাহাজেই ফিরে আসেন।

সবমিলিয়ে ২১ জন নাবিক ছিলেন ওই জাহাজে। তার মধ্যে ২০ জনই ভারতীয়। দুর্ঘটনার পরে ভারতীয় বিদেশমন্ত্রক জানায়, নাবিকদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। কিন্তু কবে আটকে পড়া নাবিকদের দেশে ফেরানো যাবে, সেই নিয়ে কোনও সদুত্তর মেলেনি মন্ত্রকের তরফে। প্রথমে মনে করা হচ্ছিল, সেতুর ভাঙা টুকরো সরিয়ে ফেলার পরেই হয়তো রেহাই পাবেন নাবিকরা। কিন্তু আপাতত ‘মুক্তি’ মিলবে না তাঁদের।

[আরও পড়ুন: দু সপ্তাহের অভিযান শেষ, গাজার বৃহত্তম হাসপাতাল ‘ধ্বংস’ করে বিদায় ইজরায়েলি সেনার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement