Advertisement
Advertisement

Breaking News

Indian couple

আমেরিকায় উদ্ধার ভারতীয় দম্পতির গুলিবিদ্ধ দেহ, খুন নাকি আত্মহত্যা?

মৃত্যু হয়েছে দম্পতির যমজ সন্তানদেরও।

Indian couple found dead in California, had gunshot wounds। Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:February 14, 2024 5:42 pm
  • Updated:February 14, 2024 5:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যমজ সন্তান-সহ ভারতীয় দম্পতির মৃত্যু আমেরিকায়! মঙ্গলবার শৌচালয় থেকে উদ্ধার করা হয় দম্পতির গুলিবিদ্ধ দেহ। মিলেছে একটি পিস্তলও। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতেরা কেরলের বাসিন্দা ছিলেন।        

জানা গিয়েছে, মৃত যুগলের নাম আনন্দ সুজিত হেনরি (৪২) ও প্রিয়াঙ্কা বেঞ্জিগার (৪০)। যমজ সন্তানদের বয়স ৪ বছর। গত ৯ বছর ধরে ক্যালিফোর্নিয়ার সান মাতেও শহরে তাঁরা বসবাস করতেন। আনন্দ ও প্রিয়াঙ্কা দুজনেই পেশায় আইটি কর্মী ছিলেন। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এদিন সকালে একটি সমীক্ষা করার জন্য কয়েকজন আধিকারিক তাঁদের বাড়িতে যান। কিন্তু ডাকাডাকির পরও কোনও সাড়া মেলেনি।

Advertisement

[আরও পড়ুন: বিশ্ববাজারে ভারতের পদধ্বনি, আমিরশাহীতে ভারত মার্টের উদ্বোধন মোদির]

এর পরই খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে এসে পুলিশ প্রথমেই লক্ষ্য করে বলপূর্বক বাড়ির ভিতরে ঢোকার কোনও প্রমাণ নেই। কিন্তু একটি খোলা জানলা দেখা যায় যেখান দিয়ে পুলিশকর্মীরা ভিতরে ঢোকেন। তার পরই তাঁরা শৌচালয়ে আনন্দ ও প্রিয়াঙ্কার দেহ পড়ে থাকতে দেখেন। তাঁদের শরীরে গুলির আঘাতের চিহ্ন ছিল। সেখান থেকেই একটি ৯ এমএম পিস্তলও উদ্ধার করা হয়। তবে কোনও সুইসাইড নোট মেলেনি।   

অন্যদিকে, দম্পতির যমজ দুই ছেলের দেহ অন্য একটি ঘর থেকে উদ্ধার করা হয়। কিন্তু তাদের শরীরে কোনও আঘাতের চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, শিশু দুটিকে শ্বাসরোধ করে কিংবা বিষ দিয়ে হত্যা করা হয়েছে। তদন্তে উঠে এসেছে আরেক তথ্য। ২০১৬ সালে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন আনন্দ। কিন্তু সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। ফলে এই মৃত্যুর পিছনে পারিবারিক সংঘাত রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement