Advertisement
Advertisement
Bengali Dancer USA

আমেরিকায় খুন বাঙালি নৃত্যশিল্পী, পরিবারের পাশে থাকার বার্তা ভারতীয় দূতাবাসের

ইতিমধ্যেই বাঙালি নৃত্যশিল্পীর মৃত্যুতে তদন্ত শুরু করেছে মার্কিন পুলিশ।

Indian consulate in USA speaks on death on Bengali dancer

ফাইল চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 2, 2024 4:26 pm
  • Updated:March 2, 2024 4:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় (USA) বাংলার নৃত্যশিল্পীর মৃত্যুর তদন্ত শুরু করল মার্কিন পুলিশ। গোটা ঘটনাটি নিয়ে মুখ খুলেছে শিকাগোর ভারতীয় কনসুলেটও। উল্লেখ্য, শুক্রবারই জানা যায় আমেরিকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে সিউড়ির নৃত্যশিল্পী অমরনাথ ঘোষের।

শনিবার গোটা ঘটনা নিয়ে বার্তা দেয় ভারতীয় দূতাবাস। শিকাগোর (Chicago) ভারতীয় কনসুলেটের তরফে বলা হয়, “প্রয়াত অমরনাথ ঘোষের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা রইল। গোটা ঘটনার দিকে আমরা নজর রাখছি। ইতিমধ্যেই মৃত্যুর তদন্ত শুরু করেছে সেন্ট লুইসের পুলিশ। তাদের সঙ্গে সমস্ত সহযোগিতা করব। ভারতীয় নৃত্যশিল্পীর উপর বন্দুকবাজের হামলার বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে কনসুলেট।” প্রয়াত নৃত্যশিল্পীর পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে শিকাগোর কনসুলেটের তরফে।

Advertisement

[আরও পড়ুন: পুতিনের রক্তচক্ষু উপেক্ষা করেই মস্কোয় জনজোয়ার, চোখের জলে বিদায় নাভালনিকে

উল্লেখ্য, অমরনাথের মৃত্যুর খবর পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী এস জয়শংকরের কাছে সুবিচারের আবেদন জানান বন্ধু দেবলীনা ভট্টাচার্য। ভারতীয় দূতাবাসের কাছে সাহায্য প্রার্থনা করে এই জনপ্রিয় অভিনেত্রী বলেন, “মার্কিন মুলুকে ওর আরও কিছু বন্ধু শেষকৃত্যের জন্য মরদেহ আনার চেষ্টা করছে, কিন্তু সেই বিষয়ে এখনও কোনও খবর নেই।” কেন আমেরিকায় গিয়ে এই পরিণতি হল বাংলার নৃত্যশিল্পীর, তার বিচার চেয়েছেন দেবলীনা।

জানা গিয়েছে, অমরনাথের মা তিন বছর আগেই মারা গিয়েছেন। আর শৈশবেই বাবাকে হারিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার অমরনাথের কাকা-কাকিমার কাছে তাঁর মৃত্যুর খবর আসে। তবে বাঙালি নৃত্যশিল্পীর মৃত্যু ঘিরে প্রচুর ধোঁয়াশা ছিল পরিবারের মনে। খবর পেয়ে স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে অমরনাথের পরিবার। তার পরেই ঘটনাটি নিয়ে মুখ খোলে শিকাগোর ভারতীয় কনসুলেট।

[আরও পড়ুন: একমুঠো ভাতের জন্য হাহাকার অবরুদ্ধ গাজায়, আকাশপথে ত্রাণ পৌঁছে দেবে আমেরিকা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement