Advertisement
Advertisement

Breaking News

আফ্রিকার সহযোদ্ধা ভারত, বললেন প্রণব মুখোপাধ্যায়

প্রণববাবু ছ’দিনের আফ্রিকা সফরে এরপর আইভরি কোস্ট ও নামিবিয়ায় যাবেন৷

Indian companies would be happy to invest in Ghana if the right opportunities are given to them, says President Pranab Mukherjee
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 14, 2016 8:55 am
  • Updated:June 14, 2016 8:55 am  

নন্দিতা রায়, আক্রা (ঘানা): পৃথিবী থেকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদ নির্মূল করার আহ্বান জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ তিনি বলেছেন, সন্ত্রাস এমন এক চাবুক যা কোনও সীমান্ত মানে না৷ সভ্য বিশ্ব থেকে একে একত্রিতভাবে নির্মূল করতে হবে৷ সন্ত্রাস দমনে ভারতের পাশে থাকার জন্য রাষ্ট্রপতি ঘানাকে আহ্বান জানিয়েছেন৷

ভারতের দুই শান্তির দূত রবীন্দ্রনাথ ঠাকুর আর মহাত্মা গান্ধীকে স্মরণ করলেন দুই দেশের দুই রাষ্ট্রনেতা৷ একদিকে ঘানার প্রেসিডেন্ট জন দ্রামানি মাহামা তাঁর বক্তৃতায় মহাত্মা গান্ধীকে উদ্ধৃত করলেন তেমনই রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আবৃত্তি করলেন রবীন্দ্রনাথের ‘আফ্রিকা’ কবিতা৷ মাহামা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং ঘানার প্রথম প্রেসিডেন্ট কোয়ামে নরুমাকে নির্জোট আন্দোলনের দুই পিতৃপুরুষ বলে উল্লেখ করেন৷

Advertisement

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় দু’দিনের সফরে ঘানায় এসেছেন৷ রবিবার ঘানার প্রেসিডেন্ট মাহামা আহুত একটি অনুষ্ঠানে তিনি বলেন, তিন দশক ধরে ভারত সন্ত্রাসের শিকার৷ অন্যদিকে ঘানাও যেহেতু সন্ত্রাসকে বিশ্বের সামনে সবচেয়ে বড় বিপদ বলে মনে করে, তাই আশা করা যায়, তাঁরাও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকবে৷ তিনি বলেন, সন্ত্রাস দমনে আফ্রিকার সহযোদ্ধা ভারত৷ উল্লেখ্য, প্রণববাবুই প্রথম ভারতীয় রাষ্ট্রপতি, যিনি ঘানা সফরে এলেন৷ রাষ্ট্রপতি বলেন, সন্ত্রাস কোনও সীমান্ত মানে না৷ এদের কাছে ধংসের আদর্শ ছাড়া অন্য আদর্শের কোনও মূল্য নেই৷

ফ্লোরিডার অরল্যান্ডোতে বন্দুকবাজের হামলার তীব্র নিন্দা করেছন রাষ্ট্রপতি৷ প্রেসিডেন্ট বারাক ওবামাকে লেখা এক শোকবার্তায় তিনি বলেছেন, “নিরীহ সাধারণ মানুষের উপর এই ভয়ঙ্কর আক্রমণে আমি অত্যন্ত বিস্মিত ও শোকাহত৷ এই দুঃখজনক ঘটনায় ক্ষতিগ্রস্তদের আমি গভীর সমবেদনা জানাচ্ছি৷” তিনি বলেন, এই শোকের দিনে ভারতের মানুষ আমেরিকার পাশে রয়েছে৷ ভারত যে কোনও ধরনের সন্ত্রাসেরই নিন্দা করে৷ প্রণববাবু ছ’দিনের আফ্রিকা সফরে এরপর আইভরি কোস্ট ও নামিবিয়ায় যাবেন৷ আক্রায় এদিন ইন্দো-ঘানা বিজনেস ফোরামের একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি ঘানায় বিনিয়োগের জন্য বেসরকারি সংস্থাকেও আগ্রহী হওয়ার আবেদন জানান৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement