সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিদেশে কাজ করতে গিয়ে মৃত্যুর মুখে ভারতীয় যুবক৷ লন্ডনের রাস্তায় ছুরিকাহত হয়ে মৃত্যু হল মহম্মদ নইমউদ্দিন নামে যুবকের৷ কে বা কারা এই ঘটনা ঘটাল, তা এখনও বুঝে উঠতে পারেনি পুলিশ৷ তদন্তে নেমেছে টেমস ভ্যালি থানা৷
গত ৬ বছর ধরে লন্ডনে কাজের সূত্রে রয়েছেন হায়দরাবাদের যুবক মহম্মদ নইমউদ্দিন৷ তিনি টেসকো সুপারমার্কেটে কাজ করেন৷ ঘটনার দিন, বুধবার রাতে, ওই শপিং মলের আন্ডারগ্রাউন্ডে গাড়ি রাখার জায়গায় আক্রান্ত হন তিনি৷ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি আচমকাই পার্কিং জোনে ঢুকে ছুরি নিয়ে হামলা চালায় তাঁর উপর৷ চিৎকার শুনে সঙ্গে সঙ্গে তাঁর সহকর্মীরা ছুটে যান৷ রক্তাক্ত অবস্থায় নইমউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
শহরের তদন্তকারী ইউনিটের সুপারিন্টেডেন্ট ইয়ান হান্টার জানিয়েছেন, ‘একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে৷ একজনের মৃত্যু হয়েছে এখানে৷ কী হয়েছে এবং কারা এর পিছনে রয়েছে, তা খুঁজে বের করা এইম মুহূর্তে আমাদের প্রাথমিক কাজ৷ যাই ঘটে থাকুক, যথাযথ বিচার হবেই৷’ তিনি আরও জানিয়েছেন, ‘আমি জানি, ভারতীয় সম্প্রদায়ের কাছে এই ঘটনা উদ্বেগজনক৷ কিন্তু এদেশে বসবাসকারী সবাইকে আমি আশ্বস্ত করতে চাই, নিরাপত্তা নিয়ে কোনও চিন্তা নেই৷ সিসিটিভি ফুটেজ দেখে আমরা তদন্ত শুরু করেছি৷ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷’
নঈমউদ্দিনের দেহ দেশে ফেরাতে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের দ্বারস্থ হয়েছে তাঁর পরিবার৷ লন্ডনের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বিদেশে খুন হওয়া পরিবারের ছেলের দেহ নিজেদের কাছে পেতে চাইছেন সকলে৷ সেই মর্মে সুষমা স্বরাজের কাছে তাঁরা আবেদনও করেছেন৷ প্রবাসী ভারতীয়রা কোনওরকম সমস্যায় পড়লে, এর আগেও তাঁদের পাশে দাঁড়িয়ে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে সুষমা স্বরাজের ভূমিকা ছিল যথেষ্ট প্রশংসনীয়৷ নইমউদ্দিনের পরিবারও তাই বিদেশমন্ত্রীর প্রতি ভরসা রাখছে৷
Hyderabad native Mohd Nadeemuddin who was working at a mall in Tesco supermarket & had been living in London for past 6 years, was stabbed to death in Slough on Wednesday. Case registered, investigation underway. Family has appealed to EAM Sushma Swaraj to help them go to London pic.twitter.com/XcAumU8mfX
— ANI (@ANI) May 10, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.