Advertisement
Advertisement
Somalia

সোমালি জলদস্যুদের কবজায় বাণিজ্যতরী, বন্দি ১৫ ভারতীয়, অভিযান শুরু নৌসেনার

ইতিমধ্যেই সোমালিয়ায় পাঠানো হয়েছে ভারতীয় যুদ্ধজাহাজ।

Indian cargo ship hijacked in Somalia with 15 Indians onboard, Navy on rescue | Sangbad Pratidin

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:January 5, 2024 12:16 pm
  • Updated:January 5, 2024 2:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমালিয়া (Somalia) উপকূলে অপহৃত ১৫ জন ভারতীয় নাবিক। একটি বাণিজ্যিক জাহাজ থেকে অপহরণ করা হয়েছে তাঁদের। ইতিমধ্যেই তাঁদের উদ্ধার করতে রওনা দিয়েছে ভারতীয় নৌসেনার (Indian Navy) একটি যুদ্ধজাহাজ। আকাশপথে নজরদারি চালাচ্ছে নৌসেনার বিমানও। উল্লেখ্য, দুমাসেরও বেশি সময় ধরে লোহিত সাগরে হামলা চালচ্ছে ইয়েমেনের হাউথি জঙ্গিরা। সেখানে হামলা হয়েছিল ভারতীয় বাণিজ্যতরীতেও। এবার ফের জলপথে আক্রান্ত ভারতের জাহাজকর্মীরা। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলের দিকে জলদস্যুদের কবলে পড়ে এমভি লীলা নরফোক নামে ওই বাণিজ্যিক জাহাজটি। লাইবেরিয়া থেকে জাহাজটি যাত্রা শুরু করেছিল। তার পরে সোমালিয়ার উপকূলে পৌঁছতেই অপহরণকারীদের কবলে পড়ে বাণিজ্যতরীটি। জাহাজে কর্মরত আছেন ১৫ জন ভারতীয়। আটকে পড়েছেন তাঁরা সকলেই। 

[আরও পড়ুন: এবার আমেরিকায় হিন্দু মন্দিরে খলিস্তানি হামলা, দেওয়ালে ‘মোদি জঙ্গি’ স্লোগান]

বৃহস্পতিবার বিকেলে এই খবর পেয়েই উদ্বিগ্ন হয়ে পড়ে ভারতীয় নৌসেনা। সঙ্গে সঙ্গে সোমালিয়ার উদ্দেশে যুদ্ধজাহাজ পাঠানো হয়। ইতিমধ্যেই রওনা দিয়েছে আইএস চেন্নাই। অন্যদিকে, আকাশপথে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে নৌসেনার বিমান। সেনা সূত্রে খবর, জাহাজে থাকা ভারতীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। তবে অপহৃতদের কবে উদ্ধার করা যাবে সেই নিয়ে এখনও বিস্তারিত তথ্য মেলেনি।

গত কয়েক সপ্তাহে একাধিকবার হামলার মুখে পড়েছে ভারতীয় জাহাজগুলো। লোহিত সাগরে হাউথিদের দাপটের জেরে নড়েচড়ে বসেছে প্রতিরক্ষা মন্ত্রক। আরব সাগরের বিশাল অংশে নজরদারি বাড়ায় ভারতীয় নৌসেনা। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা হয়, পণ্যবাহী জাহাজের নিরাপত্তা বজায় রাখা নৌসেনার অন্যতম প্রধান কর্তব্য। আরব সাগরে নজরদারি বাড়ানোর মাত্র পাঁচদিনের মধ্যেই সোমালিয়ায় বিপর্যয়ের মুখে ভারতীয় জাহাজকর্মীরা।

[আরও পড়ুন: চূড়ান্ত সতর্কবার্তা ওড়াল হাউথিরা, লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে ড্রোন বোট হামলা জঙ্গিদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement