Advertisement
Advertisement

মার্কিন মুলুকে যৌন হেনস্থায় অভিযুক্ত কাশ্মীরি অ্যাথলিট

ভারত আগেই তনভিরকে ভিসা দিতে অস্বীকার করেছিল৷ তাও...

Indian Athlete Tanveer Hussain Arrested In US over molestation charge
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 3, 2017 9:12 am
  • Updated:March 3, 2017 3:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার সারনাক লেকে বিশ্ব স্নো শ্যু চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে গিয়েছিল শ্রীনগরের বাসিন্দা তনভির হুসেন৷ তবে প্রতিযোগিতায় লড়াইয়ের বদলে শ্রীঘরে ঠাঁই হল ২৪ বছরের যুবকের৷ স্থানীয় এক নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে৷

‘দেশদ্রোহীদের’ অটোয় সফর করতে দেবেন না চালকরা!

Advertisement

SnowshoerArrest-560x840ঘটনার সূত্রপাত হয় গত সোমবার৷ নাবালিকার পরিবার সেদিনই পুলিশের কাছে অভিযোগ জানায়৷ বুধবার তনভিরকে গ্রেপ্তার করে পুলিশ৷ পুলিশ সার্জেন্ট কেসি রিয়ারডন জানিয়েছেন, পুলিশের সঙ্গে সহযোগিতা করেছে তনভির। পালানোর চেষ্টা করেনি সে৷ তবে একইসঙ্গে তনভিরের দাবি, সে নির্দোষ৷ অবশ্য ভাষাগত কিছু সমস্যা রয়েছে তনভিরের৷ তাই বিচারপতি মনে করছেন ভাষার জন্য তনভির হয়তো বুঝতে পারছে না তাঁর বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে৷ আপাতত এসেক্স কাউন্টি জেলে রাখা হয়েছে তাকে৷ জামিনের জন্য দিতে হবে ৫০০০ মার্কিন ডলার ও আর বন্ডের জন্য দিতে হবে কমপক্ষে ১০,০০০ ডলার৷

হতে পারে রাসায়নিক ও জৈবিক হামলা, সতর্কবার্তা সেনাপ্রধানের

প্রসঙ্গত, কাশ্মীরি আদালতের ভিসার আবেদন আগেই বাতিল করে দিয়েছিল ভারতীয় দূতাবাস৷ কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ ও খেলার আয়োজকদের মাধ্যমে ভিসা পেয়ে আমেরিকায় প্রতিযোগিতায় অংশ নিতে যায় তনভির হুসেন ও তাঁর ম্যানেজার আবিদ হুসেন খান৷

‘তাওয়াং চিনেরই অংশ, ভারত এটা মেনে নিলেই মিটবে সীমান্ত সমস্যা’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement