Advertisement
Advertisement

Breaking News

গোমাংস না খাওয়ায় হিন্দুকে ‘নোংরা’ বলে হেনস্তা আমেরিকায়! কাঠগড়ায় আরেক ভারতীয় বংশোদ্ভূত

পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। শুরু হয়েছে তদন্তও।

Indian American's Racist Slur At Another at California | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:September 1, 2022 1:15 pm
  • Updated:September 1, 2022 1:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় ধর্মীয় বিদ্বেষের শিকার এক ইন্দো-আমেরিকান হিন্দু। গোমাংস না খাওয়ায় তাঁকে ‘নোংরা হিন্দু’, ‘বিরক্তিকর কুকুর’ বলে কটাক্ষ করার অভিযোগ উঠল শিখ সম্প্রদায়ভুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। শুরু হয়েছে তদন্তও।

কৃষ্ণান জয়রামন ভারতীয় হিন্দু বংশোদ্ভুত। অভিযুক্ত তেজেন্দ্র সিংও ভারতীয় বলে দাবি পুলিশের। অভিযোগ, প্রায় ৮ মিনিট ধরে জয়রামনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে তেজেন্দ্র। সেই কথোপকথন পুরোটাই রেকর্ড করেছেন জয়রামন।

Advertisement

[আরও পড়ুন: বৃহস্পতিবার কলকাতায় পুজোর শোভাযাত্রা, বন্ধ থাকবে কোন কোন রাস্তা, দেখে নিন একঝলকে]

তাতে তেজেন্দ্রকে জয়রামনের উদ্দেশে বলতে শোনা গিয়েছে, তুমি বিরক্তকর কুকুর। তোমাকে কদর্য দেখতে। এভাবে আর কখনও প্রকাশ্যে এসো না। এখানেই থামেননি অভিযুক্ত। জয়রামনকে ‘নোংরা হিন্দু’ বলে কটাক্ষ করে তেজেন্দ্র বলেন, “তুমি গোমাংস খাও না।” এমনকী, জয়রামনের মুখে থুতুও ছেটান তিনি। তেজেন্দ্রকে আরও বলতে শোনা যায়, “এটা ভারত নয়। তুমি এখন আমেরিকায়।” এই ঘটনায় তীব্র আতঙ্কিত জয়রামন। তিনি বলেন, “আমি মারাত্মক ভয় পেয়ে গেছিলাম। আমি ভীষন রেগে গিয়েছিলাম। কিন্তু ভয় পেয়ে গেছিলাম ওকে দেখে।”

কিছুদিন আগেই টেক্সাসে চার মহিলার উদ্দেশে জাতিবিদ্বেষী মন্তব্য করা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটার আগেই ফের ২১ আগস্ট এধরনের ঘটনা ঘটে গেল ক্যার্লিফোর্নিয়ার ফ্রিমন্টে। যদিও বিষয়টি বুধবার প্রকাশ্যে এনেছে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তারপর থেকেই তীব্র বিতর্ক ছড়িয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত তেজেন্দ্র সিং ঘৃণা-অপরাধ, নাগরিক অধিকার লঙ্ঘন, হেনস্তা এবং শান্তিভঙ্গের মতো ধারায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তও শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: ‘আমি নির্দোষ’, মঙ্গলকোট মামলায় বিধাননগর এমপি-এমএলএ আদালতে দাবি অনুব্রতর]

বর্ণ ও জাতিবিদ্বেষের অভিযোগ বারবার উঠেছে আমেরিকায় (US)। কিছুদিন আগে টেক্সাসের (Texas) পার্কিং লটে চারজন ভারতীয় বংশোদ্ভূতের বিরুদ্ধে চড়াও হতে দেখা গেল এক মহিলাকে। ‘গো ব্যাক টু ইন্ডিয়া’ স্লোগান দেওয়ার পাশাপাশি তাঁদের উদ্দেশে অকথ্য গালিগালাজও করতে থাকেন তিনি। এমনকী ব্যাগ খুলে বন্দুকও বের করার চেষ্টা করেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement