সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকেই ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে। ইতিমধ্যেই বিক্ষোভকারীদের তাণ্ডবে গোটা দেশে প্রায় ৮০ কোটি টাকা ক্ষতি হয়েছে রেলের। অন্যদিকে পুলিশের সঙ্গে সংঘর্ষের ফলে গোটা দেশে প্রায় ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটবছরের একটি শিশুও রয়েছে। পরিস্থিতির জেরে দেশের অবিজেপি মুখ্যমন্ত্রীরা নিজেদের রাজ্যগুলিতে সংশোধিত নাগরিকত্ব আইন লাগু করবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে। এই অবস্থার মধ্যে সিএএ’র সমর্থনে এগিয়ে এলেন আমেরিকায় বসবাসকারী প্রবাসী ভারতীয়রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব ভারত সরকার ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে বলে ভূয়সী প্রশংসাও করেন তাঁরা। গত ২২ তারিখ হিউস্টনে এর সমর্থনে মিছিল করেন। আর ২৮ ডিসেম্বর ওহাইও, ডাবলিন ও নর্থ ক্যারেলিনা-সহ আমেরিকার বিভিন্ন জায়গায় দেখা যায় প্রবাসী ভারতীয়দের অনেককে। ফের রবিবার নিউইয়র্কের টাইমস স্কোয়্যারে সিএএ’র সমর্থনে হাতে পোস্টার ও ব্যানার নিয়ে মিছিল করলেন তাঁরা। পুরুষদের পাশাপাশি অনেক মহিলাকেও অংশ নিতে দেখা যায় এই কর্মসূচিতে।
মিছিলে অংশ নেওয়া ওই মানুষগুলির হাতে থাকা পোস্টার ও ব্যানারে লেখা ছিল, প্রবাসী ভারতীয়রা সংশোধিত নাগরিকত্ব আইনকে সমর্থন করেন, CAA মানবাধিকারের পক্ষে, স্বচ্ছ ও গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে এই আইন প্রতিষ্ঠা পেয়েছে আর আমরা সংখ্যালঘুদের সম্মানের সঙ্গে বাঁচার অধিকারকে সমর্থন করি। কারও হাতে থাকা পোস্টারে আবার দেশভাগের সময় বাংলাদেশ ও পাকিস্তানে থাকা হিন্দুদের সংখ্যার সঙ্গে আজকের সময়ের তুলনা করা হয়েছে। মিছিলে থাকা কেউ কেউ আবার এপ্রসঙ্গে জওহরলাল নেহেরু ও মহাত্মা গান্ধীর প্রসঙ্গ টেনে নাগরিকত্ব আইনের স্বপক্ষে সওয়াল করেন। স্লোগান তোলেন, ‘আমরা মোদিকে সমর্থন করি। আমরা CAA-কে সমর্থন করি।’
গত ২৮ তারিখ লং আইল্যান্ডে CAA’র সমর্থনে একটি মিছিল বের করেন স্থানীয় ইন্দো-আমেরিকান সম্প্রদায়ের সদস্যরা। পরে এপ্রসঙ্গে আমেরিকান ইন্ডিয়া পাবলিক অ্যাফেয়ার্স কমিটির প্রেসিডেন্ট জগদীশ সিওয়ানি বলেন, ‘দ্বিতীয় ইনিংসের শুরুতেই জম্মু ও কাশ্মীরের বিশেষ সুবিধা প্রত্যাহার ও CAA চালুর সিদ্ধান্ত নিয়েছে এই সরকার। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানাচ্ছি আমরা।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.