Advertisement
Advertisement

Breaking News

Vivek Ramaswamy

‘ট্রাম্পের সঙ্গে আমার তফাত সামান্যই’, দাবি মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী রামস্বামীর

'ট্রাম্প ২.০' বলে ডাকা হচ্ছে এই ভারতীয় বংশোদ্ভূতকে।

Indian-American presidential candidate Vivek Ramaswamy calls differences with Trump 'very small'। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 3, 2023 3:28 pm
  • Updated:September 3, 2023 3:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর ভোট। তার আগেই যেন বেজে গিয়েছে মার্কিন নির্বাচনের ডঙ্কা। মসনদে ফিরে আসার হুঙ্কার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বাইডেনকে গদিচ্যুত করার ক্ষেত্রে উঠে আসছে আরও এক রিপাবলিকানেরও নাম। তিনি বিবেক রামস্বামী (Vivek Ramaswamy)। ভারতীয় বংশোদ্ভূত এই উদ্যোগপতিকে ‘ট্রাম্প ২.০’ বলে ডাকা হচ্ছে। এই পরিস্থিতিতে রামস্বামী জানিয়ে দিলেন তাঁর সঙ্গে ট্রাম্পের তফাত সামান্যই।

মার্কিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানিয়েছেন, ট্রাম্পের মতোই তাঁর সামনেও সুযোগ রয়েছে আমেরিকাকে ঐক্যবদ্ধ করার। তাঁরা দুই রিপাবলিকানই যে প্রায় এক আদর্শ মেনে চলেন সেই দাবিও করেছেন রামস্বামী। তাঁর কথায়, ”আমার মতে, আমাদের মধ্যে এই দেশকে পুনরায় ঐক্যবদ্ধ করার সুযোগ রয়েছে একই আদর্শের সাহায্যে। ‘আমেরিকা ফার্স্ট’ নীতি মেনেই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। যেমন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) করেছেন। সেই ভিত্তিপ্রস্তরও তিনি আগেই স্থাপন করে রেখেছেন।”

Advertisement

[আরও পড়ুন: মুম্বইয়ের বৈঠকের পরই ফের অসুস্থ সোনিয়া গান্ধী, ভরতি হাসপাতালে]

তবে ট্রাম্পের পদাঙ্ক অনুসরণ করলেও তাঁর সঙ্গে যে বর্ষীয়ান নেতার তফাত রয়েছে সেকথাও বলেছেন রামস্বামী। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”কিছু ছোট তফাত রয়েছে। আমি ইতিবাচক পদক্ষেপ প্রত্যাহার করে নেব। আমি দেওয়াল না তুলে দক্ষিণ সীমান্তে সেনা মোতায়েন করব।”

প্রসঙ্গত, বছরের গোড়ায় যখন রামস্বামী নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন, তখন তিনি মোটেই খুব বিরাট কোনও পরিচিত মুখ ছিলেন না। কিন্তু যত সময় এগিয়েছে, ততই প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে সামনের সারিতে উঠে এসেছেন তিনি। সম্প্রতি হওয়া এক পোলে দেখা গিয়েছে তিনি রয়েছেন রিপাবলিক প্রার্থীদের মধ্যে দ্বিতীয় স্থানে। ক্রমেই বাড়ছে তাঁর জনপ্রিয়তা।

[আরও পড়ুন: ব্রিজভূষণ-তদন্ত রিপোর্ট চোখে ধুলো দেওয়ার চেষ্টা, আদালতে মন্তব্য কুস্তিগিরদের আইনজীবীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement