Advertisement
Advertisement
Jay Bhattacharya

ট্রাম্পের ক্যাবিনেটে জয় ভট্টাচার্য! NIH-এর ডিরেক্টর পদে বাঙালিই ভরসা মার্কিন প্রেসিডেন্টের

জয় ভট্টাচার্যের জন্ম ১৯৬৮ সালে কলকাতায়।

Indian-American Jay Bhattacharya is Donald Trump's pick to lead National Institutes of Health

জয় ভট্টাচার্য।

Published by: Amit Kumar Das
  • Posted:November 27, 2024 11:58 am
  • Updated:November 27, 2024 12:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়া মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে বাঙালির জয়জয়কার। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ (NIH)-এর ডিরেক্টর পদ দেওয়া হল ভারতীয় বংশোদ্ভূত ডঃ জয় ভট্টাচার্যকে। গত ২৬ নভেম্বর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ক্যাবিনেটে অন্তর্ভুক্তির পাশাপাশি এই বাঙালির ভূয়সী প্রশংসা করেন হবু মার্কিন প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্পের তাঁর বিবৃতিতে জানান, ‘ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে হেলথ পলিসি নিয়ে পড়ান জয়। ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিকস রিসার্চের রিসার্চ অ্যাসোসিয়েট তিনি। এছাড়া স্ট্যানফোর্ড ইনস্টিটিউট ফর ইকোনমিক পলিসি রিসার্চ, স্ট্যানফোর্জ ফ্রিম্যান স্পগলি ইনস্টিটিউট এবং হুভার ইনস্টিটিউটে তিনি সিনিয়র ফেলো। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে এমডি এবং পিএইচডি ডিগ্রি রয়েছে তাঁর কাছে।’ পাশাপাশি জয় প্রসঙ্গে ট্রাম্প আরও জানান, স্ট্যানফোর্ডের সেন্টার ফর ডেমোগ্রাফি অ্যান্ড ইকোনমিক্স অফ হেলথ অ্যান্ড এজিংয়ের ডিরেক্টর ডঃ জয় ভট্টাচার্য। তাঁর গবেষণার মূল বিষয় হল, সমাজের দুর্বল শ্রেণির মানুষের জন্য স্বাস্থ্য প্রকল্পের ভূমিকা, বায়োমেডিক্যাল ইনোভেশন এবং অর্থনীতি।’

Advertisement

ট্রাম্প জানিয়েছেন, রবার্ট এফ কেনেডির সঙ্গে মিলে এখন থেকে আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব সামলাবেন জয় ভট্টাচার্য। আসলে রবার্ট কেনেডি জুনিয়রকে আমেরিকার স্বাস্থ্য সচিব হিসেবে নিযুক্ত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর পর জুনিয়র কেনেডির সঙ্গে দেখা করে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন জয়। তাঁকে নিজের পরিকল্পনার কথা জানান। তার ভিত্তিতেই ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ (NIH)-এর ডিরেক্টর পদ দেওয়া হল বাঙালি জয় ভট্টাচার্যকে।

উল্লেখ্য, জয় ভট্টাচার্যের জন্ম ১৯৬৮ সালে কলকাতায়। ১৯৯৭ সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন থেকে তিনি ‘ডক্টর অফ মেডিসিন’ ডিগ্রি পান। তার আগে ১৯৯০ সালে তিনি মাস্টার্স ডিগ্রি লাভ করেন। এবং ২০০০ সালে স্ট্যানফোর্ড থেকেই অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি পান জয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement