সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসাবে কমলা হ্যারিসকে আগেই পেয়েছে আমেরিকা। এ বার আগামী প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে শামিল হতে চলেছেন আরও তিন ভারতীয় বংশোদ্ভূত। নিকি হ্যালি, বিবেক রামস্বামীর পর এবার সামনে এল হর্ষবর্ধন সিংয়ের নাম। তিনি পেশায় ইঞ্জিনিয়ার। ভারতীয় বংশোদ্ভূত তৃতীয় ব্যক্তি যিনি রিপাবলিকান প্রার্থী হওয়ার প্রতিযোগিতায় নাম লেখালেন।
২০২৪-এর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি টুইটারে একটি ভিডিও বার্তা দিয়েছেন হর্ষবর্ধন। বছর ৩৮-এর এই ভারতীয়-আমেরিকান ইঞ্জিনিয়ার তাঁর ভিডিও বার্তায় বলেছেন, “সারা জীবনের রিপাবলিকান” এবং “প্রথমে আমেরিকা”। যিনি কাজ করেছেন নিউ জার্সি রিপাবলিকান পার্টির কনজারভেটিভ উইং পুনরুদ্ধারের চেষ্টায়। ৩ মিনিটের সেই ভিডিও বার্তায় হর্ষবর্ধন বলেন, ‘‘গত কয়েক বছরে আমেরিকায় যেসব পরিবর্তন হয়েছে, সেগুলি পাল্টানোর জন্য এবং আমেরিকানদের মূল্যবোধ পুনরুদ্ধারে আমাদের শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন। তাই, আমি ২০২৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার চেষ্টা করব।”
অন্যদিকে, রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার দৌড়ে আছেন আরেক ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান রাজনীতিবিদ নিকি হ্যালি। ডোনাল্ড ট্রাম্পের জমানায় দক্ষিণ ক্যারোলিনার গভর্নর ছিলেন নিকি। পাশাপাশি রাষ্ট্রসংঘে আমেরিকান রাষ্ট্রদূতের দায়িত্বও সামলেছেন তিনি। মতবিরোধের জেরে ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন থেকে ইস্তফাও দিয়েছিলেন তিনি। প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিল্পপতি বিবেক রামস্বামীও। রামস্বামীর শিকড় ভারতের কেরলে। অবশ্য তিনি বেড়ে উঠেছেন আমেরিকায়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ নভেম্বর আমেরিকায় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। রিপাবলিকান প্রার্থী হতে চান বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.