Advertisement
Advertisement
US President

মার্কিন প্রেসিডেন্টের দৌড়ে এবার হর্ষবর্ধন, লড়াইয়ে আরও ২ ভারতীয় বংশোদ্ভূত

সম্প্রতি টুইটারে একটি ভিডিও বার্তা দিয়েছেন হর্ষবর্ধন।

Indian-American Hirsh Vardhan Singh announced presidential bid for 2024 election। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:July 31, 2023 1:35 pm
  • Updated:July 31, 2023 1:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসাবে কমলা হ্যারিসকে আগেই পেয়েছে আমেরিকা। এ বার আগামী প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে শামিল হতে চলেছেন আরও তিন ভারতীয় বংশোদ্ভূত। নিকি হ্যালি, বিবেক রামস্বামীর পর এবার সামনে এল হর্ষবর্ধন সিংয়ের নাম। তিনি পেশায় ইঞ্জিনিয়ার। ভারতীয় বংশোদ্ভূত তৃতীয় ব্যক্তি যিনি রিপাবলিকান প্রার্থী হওয়ার প্রতিযোগিতায় নাম লেখালেন। 

২০২৪-এর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি টুইটারে একটি ভিডিও বার্তা দিয়েছেন হর্ষবর্ধন। বছর ৩৮-এর এই ভারতীয়-আমেরিকান ইঞ্জিনিয়ার তাঁর ভিডিও বার্তায় বলেছেন, “সারা জীবনের রিপাবলিকান” এবং “প্রথমে আমেরিকা”। যিনি কাজ করেছেন নিউ জার্সি রিপাবলিকান পার্টির কনজারভেটিভ উইং পুনরুদ্ধারের চেষ্টায়। ৩ মিনিটের সেই ভিডিও বার্তায় হর্ষবর্ধন বলেন, ‘‘গত কয়েক বছরে আমেরিকায় যেসব পরিবর্তন হয়েছে, সেগুলি পাল্টানোর জন্য এবং আমেরিকানদের মূল্যবোধ পুনরুদ্ধারে আমাদের শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন। তাই, আমি ২০২৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার চেষ্টা করব।”

Advertisement

[আরও পড়ুন: ‘সংগীতচর্চা করলে যুবসমাজ উচ্ছন্নে যাবে’, ৮২ হাজার টাকার বাদ্যযন্ত্র পোড়াল তালিবান]

অন্যদিকে, রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার দৌড়ে আছেন আরেক ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান রাজনীতিবিদ নিকি হ্যালি। ডোনাল্ড ট্রাম্পের জমানায় দক্ষিণ ক্যারোলিনার গভর্নর ছিলেন নিকি। পাশাপাশি রাষ্ট্রসংঘে আমেরিকান রাষ্ট্রদূতের দায়িত্বও সামলেছেন তিনি। মতবিরোধের জেরে ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন থেকে ইস্তফাও দিয়েছিলেন তিনি। প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিল্পপতি বিবেক রামস্বামীও। রামস্বামীর শিকড় ভারতের কেরলে। অবশ্য তিনি বেড়ে উঠেছেন আমেরিকায়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ নভেম্বর আমেরিকায় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। রিপাবলিকান প্রার্থী হতে চান বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

[আরও পড়ুন: আমেরিকায় ছুরির কোপে মহিলাকে খুন, মৃত্যুর মুহূর্তের ভিডিও ফেসবুকে পোস্ট যুবকের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement