Advertisement
Advertisement
general Raheel Sharif

ভারতে সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি পাক সেনাপ্রধানের

জন্মান্তরেও ভুলবে না ভারত, পাল্টা মারের হুমকি রাহিল শরিফের৷

India will remember for generations if Pakistan launches surgical strikes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 25, 2016 8:34 am
  • Updated:April 1, 2019 11:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান৷ তারই প্রমাণ মিলল পাকিস্তানের বিদায়ী সেনাপ্রধান রাহিল শরিফের কথায়৷ ভারতকে ফের হুমকি দিয়ে তিনি বললেন, “পাকিস্তান যদি একবার সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত তা জন্ম-জন্মান্তরেও ভুলতে পারবে না৷ ভারতের কয়েক প্রজন্ম তা মনে রাখবে৷ এতই ভয়াবহ হবে সেই পাকিস্তানি আঘাত৷”

(মাস না পড়তেই নগদে বেতন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের!)

উল্লেখ্য, চলতি মাসেই অবসর নেবেন রাহিল শরিফ৷ তার আগে তিনি নিজের অস্তিত্ব ও ব্যক্তিত্ব জানান দিতেই এই হুমকি দিলেন বলে মনে করছেন ভারতীয় কূটনীতিকরা৷ কারণ এর আগেও মাঝেই মাঝেই ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে নানারকম আপত্তিজনক মন্তব্য করে শিরোনামে এসেছিলেন রাহিল শরিফ৷ এদিনও তিনি বলেন, “সার্জিক্যাল স্ট্রাইক কাকে বলে এবং তার পরিণাম কি ভয়াবহ হতে পারে ভারত তা হাড়ে হাড়ে বুঝবে যখন পাকিস্তান সেই সার্জিক্যাল স্ট্রাইক করবে৷ সেটা হলে ভারত তাদের স্কুলের সিলেবাসের মাধ্যমে পরবর্তী প্রজন্মকে শিক্ষা দেবে সার্জিক্যাল স্ট্রাইক কাকে বলে৷ তবে এটা আমরা (পাক সেনাবাহিনী) জানি, ভারত ২৯ সেপ্টেম্বর কোনও সার্জিক্যাল স্ট্রাইক করেনি৷ করতে পারেনি৷ সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ভারতের দাবি মিথ্যে৷ তবে সুযোগ পেলেই পাক সেনাবাহিনী ভারতকে আবার শিক্ষা দেবে৷” তাঁর সঙ্গে সুর মিলিয়ে পাক বায়ুসেনা প্রধান সোহেল আমান বলেছেন, ভারতের হুমকি ও সম্ভাব্য হামলা নিয়ে তাঁরা মোটেই চিন্তিত নন৷ ভারতের বিমানবাহিনীকে হারানোর ক্ষমতা পাকিস্তানের. আছে৷ ভারত বরং নিজেদের সংযত করুক ও কাশ্মীর সমস্যার সমাধান করুক৷

Advertisement

গতকাল, পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির নামে খাইবার উপজাতি এলাকায় একটি স্টেডিয়ামের উদ্বোধন করেন সেনাপ্রধান শরিফ৷ তিনি জানান, নিয়ম মেনে ২৯ নভেম্বরই তিনি অবসর নিচ্ছেন৷ মেয়াদ বাড়ানোর কোনও পরিকল্পনা তাঁর নেই৷ অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, কাশ্মীরে এখন সক্রিয় রয়েছে অন্তত দুশো জন জঙ্গি৷ এদের মধ্যে ১০৫ জন জঙ্গি পাকিস্তান থেকে অনুপ্রবেশ করেছে৷ মাচিল সেক্টরে ভারতীয় সেনাচৌকি লক্ষ্য করে হামলা চালাচ্ছে পাক জঙ্গিরা৷ নাইট ভিশন ক্যামেরায় ধরা পড়েছে তাদের সাহায্য করছে পাক সেনারা৷ ১৬ নভেম্বর থেকে ২১ নভেম্বরের মধ্যে ২৭ বার যুবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান৷

(নোট বাতিল ‘বিগ ব্ল্যাক স্ক্যান্ডাল’, সংসদে ঝড় ডেরেকের)

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement