Advertisement
Advertisement

Breaking News

রোহিঙ্গা প্রত্যাবর্তনে সহযোগিতা করবে ভারত, বাংলাদেশকে আশ্বাস রাজনাথের

জঙ্গি দমনে বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসায় রাজনাথ৷

India will help India return Rohingya: Rajnath

জঙ্গি দমনে বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসায় রাজনাথ৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 15, 2018 4:40 pm
  • Updated:July 15, 2018 4:40 pm  

সুকুমার সরকার, ঢাকা: জঙ্গি ও সন্ত্রাসবাদ দমন, সীমান্ত নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব দিয়ে রবিবার ঢাকায় সচিবালয়ে ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ষষ্ঠ বৈঠক শেষ হল৷ এ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বৈঠকে অংশ নেন৷ এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ এই বৈঠক শুরু হয়৷ রাজনাথ সিং রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান৷ পরে তিনি বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে দেখেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা উপস্থিত ছিলেন। এর পর তিনি ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দেন। সেখান থেকেই সরাসরি সচিবালয়ে গিয়ে বৈঠকে যোগ দেন।

[ঢাকায় রাজনাথ-হাসিনা বৈঠক, পাশে থাকার বার্তা ভারতের]

বৈঠক শেষে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান, রোহিঙ্গা প্রত্যাবর্তন, সন্ত্রাস দমন ও যে কোনও পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকবে ভারত। দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ষষ্ঠ বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকাল সাড়ে ১০টায় বৈঠকটি শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, ‘‘রোহিঙ্গাদের ব্যাপারে আমাদের কথা হচ্ছে। আমরা বলেছি, রোহিঙ্গারা আমাদের জন্য সমস্যা হয়ে আছে। আমরা যে উদারতা দেখিয়েছি, এটাকে ভারতের প্রধানমন্ত্রী তারিফ করেছেন। রোহিঙ্গা প্রত্যাবর্তন, সন্ত্রাস দমনে তাঁরা সহযোগিতা করবেন। রোহিঙ্গা উদ্বাস্তু যাঁরা বাংলাদেশে রয়েছেন, তাঁদের পুনর্বাসন কীভাবে করা যায় সে বিষয়ে সহযোগিতা করবেন।’’

Advertisement

বৈঠকে রাজনাথ সিং বলেছেন, ‘‘ভারত ও বাংলাদেশ সন্ত্রাসের বিরুদ্ধে মোকাবিলায় সবসময় হাতে হাত মিলিয়ে চলেছে৷ আমাদের অংশীদারিত্ব আমাদের জনগণের সমৃদ্ধির পাশাপাশি তাদের মৌলবাদ ও চরমপন্থার হাত থেকে রক্ষা করার জন্যও কাজ করছে৷ শুধু ভারত ও বাংলাদেশ নয়, সমগ্র অঞ্চলে মৌলবাদ ও চরমপন্থার বিস্তার একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জঙ্গি মোকাবিলায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর অঙ্গীকার ও তার সরকারের শূন্য সহনশীলতা নীতির প্রশংসা করে ভারত।’’

[প্রবল গরমে রানি এলিজাবেথকে দাঁড় করিয়ে রাখলেন ট্রাম্প, নিন্দায় মুখর ব্রিটেন]

ঢাকায় সফরে গিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাজনাথ। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বেলা ১১টায় যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভিসা কেন্দ্র উদ্বোধনের পর দুপুরে রাজশাহীর সারদায় ভারতের অর্থায়নে নির্মিত পুলিশ একাডেমিতে ভারত-বাংলাদেশ-মৈত্রী ভবন উদ্বোধন করেন দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। গত শুক্রবার তিন দিনের সফরে ঢাকায় গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আজ বিকালেই দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement