Advertisement
Advertisement

বাণিজ্য করতে চায় ভারত! দাবি তুলে সাড়া ফেললেন ট্রাম্প

কে ফোন করলেন? প্রশ্ন আন্তর্জাতিক মহলে৷

 India wanted a trade deal: Donald Trump
Published by: Tanujit Das
  • Posted:September 11, 2018 7:51 pm
  • Updated:September 11, 2018 7:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার সঙ্গে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করার ইচ্ছা প্রকাশ করেছে ভারত৷ নয়াদিল্লির পক্ষ থেকেই এমন প্রস্তাব পাঠানো হয়েছে ওয়াশিংটনের কাছে৷ এমনই তথ্য প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ সম্প্রতি ভারত ও চিনের মতো উন্নয়নশীল দেশগুলিকে ভরতুকি দেওয়া বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন৷ যা নয়াদিল্লিকে যথেষ্ট বিপাকে ফেলতে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা৷ এরপরেই নয়াদিল্লির এই পদক্ষেপ যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে৷

[হাফিজ ইস্যুতে চুপ, পেশোয়ার হামলার ১৩ জঙ্গিকে ফাঁসির সাজা পাকিস্তানের]

Advertisement

ভারতের পক্ষ থেকে কে বা কারা আমেরিকার সঙ্গে যোগাযোগ করেছে, সেই বিষয়ে স্পষ্ট করে কোনও মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট৷ তবে প্রথমবারের জন্য নয়াদিল্লি যে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত তা জানানো হয়েছে৷ যদিও এই বিষয়ে মুখ খুলতে চায়নি নয়াদিল্লি৷ সম্প্রতি, উন্নয়নশীল দেশ হিসাবে ভারত ও চিনকে ভরতুকি দেওয়া বন্ধ করে দিয়েছে আমেরিকা৷ ট্রাম্প প্রশাসনের দাবি, এই দুই দেশ খুব দ্রুত উন্নতি করছে৷ ফলে তাদের ভরতুকি দেওয়ার কোনও মানে হয় না। ভারত ও চিনের মতো উন্নয়নশীল দেশের চেয়ে অনুন্নত দেশকে ভরতুকি দেওয়া শ্রেয় বলে জানান, মার্কিন প্রেসিডেন্ট৷

[সিরিয়ায় ফসফরাস বোমা ফেলেছে আমেরিকা, অভিযোগে সরব রাশিয়া]

ট্রাম্প প্রশাসনের যুক্তি, তাঁদের উন্নত দেশ বললেও দিনদিন আমেরিকারও জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে৷ বিশ্বের অর্থনীতির সঙ্গে তালমিল রেখে ওয়াশিংটনকেও এগোতে হচ্ছে৷ ফলে আমেরিকাও উন্নয়নশীল দেশ৷ পার্থক্য এটাই কেবল অন্যান্য দেশের তুলনায় দ্রুত উন্নতি করছে মার্কিন মুলুক। তবে তাঁদের থেকে যে কোনও অংশে পিছিয়ে নেই ভারত ও চিন তাও জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের এক আধিকারিক৷ সেই কারণেই এই দুই দেশকে ভরতুকি দেওয়ার অর্থ হয় না বলে তাঁর দাবি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement