Advertisement
Advertisement
Gaza

‘আর ধ্বংসলীলা নয়’, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ রাষ্ট্রসংঘে, পক্ষে সায় ভারতেরও

প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় আমেরিকা-সহ মাত্র ১০টি দেশ।

India votes in favour of UN resolution demanding immediate ceasefire in Gaza। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 13, 2023 9:03 am
  • Updated:December 13, 2023 9:39 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর নয় যুদ্ধ। রাষ্ট্রসংঘের (UN) সাধারণ পরিষদে পাশ হল একটি খসড়া প্রস্তাব, যেখানে অবিলম্বে গাজায় (Gaza) মানবিকতার কারণে যুদ্ধবিরতির দাবি করা হয়েছে। পাশাপাশি সেখানে আটক সমস্ত পণবন্দিকে নিঃশর্তে মুক্তির দাবিও জানানো হয়েছে ওই প্রস্তাবে। আর সেই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারত। সব মিলিয়ে ১৫৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ভোটদান থেকে বিরত থেকেছে ২৩টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে ১০টি দেশ। যার মধ্যে রয়েছে আমেরিকা। 

এদিকে ইজরায়েলের (Israel) প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। এদিন প্রস্তাবটি পেশ হওয়ার আগে তাঁকে বলতে শোনা যায়, এখনও বিশ্বের অধিকাংশ দেশের সমর্থনই রয়েছে ইজরায়েলের প্রতি। যার মধ্যে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোও রয়েছে। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে আগামিদিনে সেই সমর্থন হারাতে চলেছে তেল আভিভ। তবে এদিন কিন্তু যুদ্ধবিরতির বিপক্ষেই সায় দিয়েছে ওয়াশিংটন। যে গুটিকয় দেশ প্রস্তাবের বিপক্ষে, তাদের মধ্যে আমেরিকা ও স্বাভাবিক ভাবেই ইজরায়েলও রয়েছে। 

Advertisement

[আরও পড়ুন: ‘ফুটবল সম্রাট’ পেলে-কে সম্মান জানিয়ে কোন বিশেষ উদ্যোগ নিল স্যান্টোস?]

এদিকে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ এদিন সংবাদ সংস্থা এএনআইকে জানান, ”ভারত সাধারণ পরিষদের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।” সেই সঙ্গে তিনি জানান, দীর্ঘস্থায়ী মানবিক সংকট ও বিপুল প্রাণহানির সাক্ষী হয়েছে গাজা। এই পরিস্থিতিতে দুতরফের মধ্যে শান্তিপূর্ণ ও মজবুত সমাধান প্রয়োজন। 

উল্লেখ্য, ৭ অক্টোবর ইজরায়েলে (Israel) ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা চালায় প্যালেস্তিনীয় সন্ত্রাসবাদী সংগঠন হামাস। মৃত্যু হয় প্রায় দেড় হাজার ইজরায়েলির। অনেককে পণবন্দি করে গাজা ভূখণ্ডে নিজেদের ডেরায় নিয়ে যায় হামাস। পালটা গাজায় সামরিক অভিযান চালাতে শুরু করে আইডিএফ। শোনা যাচ্ছে, সেখানে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৮ হাজার ৪০০। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের আড়ালে রয়েছেন বলেও আশঙ্কা।

[আরও পড়ুন: ‘নতুন নতুন ইতিহাস লেখেন শাহ’, স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নেহরু খোঁচা’র পালটা রাহুলের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement