সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কূটনৈতিক স্তরে বড়সড় ভূমিকা! যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইনের পাশে দাঁড়াল ভারত। রাষ্ট্রসংঘের প্যালেস্টাইনের পূর্ণাঙ্গ সদস্যপদের পক্ষে ভোট দিল নয়াদিল্লি। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সদস্য হোক প্যালেস্টাইন। এই মর্মে শুক্রবার সাধারণ সভায় পেশ হওয়া খসড়া প্রস্তাব সমর্থন করল ভারত। এদিন প্যালেস্টাইনের পক্ষে ভোট পড়ল ১৪৩টি, বিপক্ষে ৯। ২৫জন প্রতিনিধি ভোটদানে বিরত ছিলেন। ভোটাভুটির ফলাফলের ভিত্তিতে রাষ্ট্রসংঘ এবার বিষয়টি বিবেচনা করে দেখবে।
বছর খানেক ধরে যুযুধান ইজরায়েল-প্যালেস্টাইনের (Israel vs Palestine) মধ্যে কোনও একটি পক্ষকে বেছে নেওয়া ভারতের কূটনীতির পক্ষে কঠিন। কারণ, দুদেশই বন্ধুসম। ফলে মানবিকভাবে প্যালেস্টাইনের পাশে থাকলেও এনিয়ে রাষ্ট্রসংঘের মতো মঞ্চে নয়াদিল্লির প্রতিনিধিরা নিশ্চুপ থাকতেন। তবে গত কয়েকদিন ধরে নিরাপত্তা পরিষদে (UNSC) প্যালেস্টাইনের স্থায়ী সদস্যপদের সমর্থনে মুখ খুলেছিল ভারত (India)। শুক্রবার প্যালেস্টাইনের স্থায়ী সদস্যপদ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্যে জরুরি ভিত্তিতেই রাষ্ট্রসংঘে সাধারণ অধিবেশন (UNGA) ডাকা হয়। তাতে দেখা যায়, প্যালেস্টাইনের পক্ষে ভোট দিল ভারত-সহ ১৪৩টি দেশ।
উল্লেখ্য, আরব দেশগুলি বাদ দিলে ভারতই একমাত্র দেশ, যারা প্রথম প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনকে সেখানকার একমাত্র প্রতিনিধি এবং ভূখণ্ডের অধিকারী বলে মর্যাদা দেয়। পরবর্তীতে প্যালেস্টাইনকে (Palestine) রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ভারতই। সেই কারণে ১৯৮৮ সালে গাজায় কূটনৈতিক কার্যালয়ও চালু হয়। ২০০৩ সাল নাগাদ তা স্থানান্তরিত হয় রামাল্লায়। চলতি মাসের গোড়াতেই রাষ্ট্রসংঘে (United Nations) ভারতের প্রতিনিধি রুচিরা কম্বোজ প্যালেস্টাইনের পক্ষে সওয়াল করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, নিরাপত্তা পরিষদে বারবার ভেটোর (Veto) কারণে প্যালেস্টাইনের আবেদন গৃহীত হচ্ছে না। তবে তিনি আশাপ্রকাশ করেছিলেন, দ্রুতই স্থায়ী সদস্যপদ পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে। আর শুক্রবার ‘বন্ধুত্ব’কে গুরুত্ব দিয়ে প্যালেস্টাইনের স্থায়ী সদস্যপদের পক্ষে রাষ্ট্রসংঘে ভোট দিল ভারত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.