Advertisement
Advertisement

চূড়ান্ত হবে রণকৌশল, মুখোমুখি বসছেন মোদি ও ট্রাম্পের প্রতিনিধিরা

কী হবে এরপর?

India-US to hold 2+2 dialogue on September 6
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 21, 2018 4:54 pm
  • Updated:July 21, 2018 4:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিছিয়ে দিয়েও, শেষ পর্যন্ত ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ ‘২+২’ বৈঠক করতে সম্মতি জানাল মার্কিন প্রশাসন৷ শুক্রবার প্রেস বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, আগামী ৬ সেপ্টেম্বর নয়াদিল্লিতে হবে এই বৈঠক৷ ভারতের তরফ থেকে যেখানে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ৷ তেমনই উপস্থিত থাকবেন, মার্কিন স্টেট সেক্রেটারি মাইক পম্পে ও ডিফেন্স সেক্রেটারি জেমস ম্যাটিস৷ প্রতিরক্ষা, বিদেশনীতি, চিন-পাকিস্তান, সন্ত্রাসবাদের মতো একাধিক বিষয় আলোচনার টেবিলে উঠতে পারে বলে বিশেষজ্ঞ মহলের অনুমান৷

[প্রথমদিন ৩২ কিমি পায়ে হেঁটে কাজে এলেন যুবক, তারপর যা হল…]

Advertisement

গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরকালেই দু’দেশের মধ্যে এই ‘২+২’ বৈঠকের পরিকল্পনা গ্রহণ করা হয়৷ চলতি বছরে একাধিকবার ওয়াশিংটন ও নয়াদিল্লি তা কার্যকর করার চেষ্টা করলেও, তা সম্ভবপর হয়ে ওঠেনি৷ এমনকি গত মাসে মার্কিন মুলুকে এই বৈঠক হওয়ার কথা থাকলেও কোনও অজ্ঞাত কারণে তা বাতিল করে দেয় ট্রাম্প প্রশাসন৷ এই বৈঠক ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন জল্পনা দানা বাঁধতে শুরু করেছে আন্তর্জাতিক মহলে৷ অনুমান করা হচ্ছে, আলোচনায় গুরুত্বপূর্ণ স্থান পেতে পারে ইরান ও রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের বিষয়টি৷ যাকে মোটেই পছন্দ করছে না ট্রাম্প প্রশাসন৷ এছাড়া সন্ত্রাসবাদ ও পাকিস্তানকে চাপে রাখতে উক্ত বৈঠকেই বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে মনে করা হচ্ছে৷

[প্রথমদিন ৩২ কিমি পায়ে হেঁটে কাজে এলেন যুবক, তারপর যা হল…]

ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণ নীতি নিয়ে অনেকদিন ধরেই ক্ষুব্ধ আমেরিকা৷ ইতিমধ্যেই ইরানের সঙ্গে সব রকমের বাণিজ্যিক সম্পর্ক স্তব্ধ করেছে ট্রাম্প প্রশাসন৷ এমনকি তাঁদের বন্ধু রাষ্ট্রদেরও আহ্বান জানিয়েছে সেই পথে হাঁটার জন্য৷ কিন্তু এই ইরান থেকেই তেল আমদানি করে ভারত। যা নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট ওয়াশিংটন৷ এমনকি রাষ্ট্রসংঘের মার্কিন দূত নিকি হ্যাল ভারত সফরে এসেও গিয়েছেন, ভারত যেন এই নিষেধাজ্ঞা মেনে চলে, বন্ধ করে ইরানের বাণিজ্যিক সম্পর্ক৷ একই ভাবে বাড়তে থাকা ভারত-রুশ প্রতিরক্ষা সম্পর্ককেও হালকা ভাবে নিচ্ছে না আমেরিকা৷ আশঙ্কার কালো মেঘ জমতে শুরু করেছে তাঁদের কপালে৷ এই সমস্ত ইস্যুকে আলোচনার তালিকায় রেখেই দুই দেশের প্রতিনিধিরা মুখোমুখি হবেন বলে মনে করছেন আন্তর্জাতিক মহল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement