Advertisement
Advertisement

Breaking News

India

পরমাণু হামলার আশঙ্কা! ভারতীয়দের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ দূতাবাসের

যে কোনও উপায়ে ভারতীয়দের ইউক্রেন ছাড়তে বলল দূতাবাস।

India urges citizens to leave Ukraine at the earliest | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:October 20, 2022 11:19 am
  • Updated:October 20, 2022 11:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেনে হামলার ঝাঁজ বাড়িয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভে আছড়ে পড়ছে একর পর এক ‘কামিকাজে ড্রোন’। পরিস্থিতি আরও ঘোরাল করে ইঙ্গিতে পরমাণু হামলার হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এহেন পরিস্থিতিতে নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করেছে কিয়েভের ভারতীয় দূতাবাস। সেখানে, ভারতীয় নাগরিকদের দ্রুত ইউক্রেনে ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার কিয়েভে ভারতীয় দূতাবাসের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, “ইউক্রেনে ক্রমে পরিস্থিতির অবনতি হচ্ছে। সংঘাত আরও বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয় নাগরিকদের ইউক্রেন সফরে না আসার আরজি জানানো হচ্ছে। পড়ুয়া-সহ যে ভারতীয় নাগরিকরা এখনও ইউক্রেনে আছেন, তাঁরা দ্রুত দেশে ফিরে যান।” বিশ্লেষকদের মতে, ইউক্রেনে হামলার ঝাঁজ আরও বাড়াতে চলেছে রাশিয়া। ফলে পরমাণু হামলার আশঙ্কাও বাড়ছে। তাই আর কোনও ঝুঁকি নিতে চাইছে না নয়াদিল্লি। সময় থাকতেই নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার।

Advertisement

[আরও পড়ুন: যুদ্ধ কেড়েছে ঘর, ইউক্রেন ছেড়ে রাশিয়ায় ৫০ লক্ষ মানুষ!]

উল্লেখ্য, আর আগেও একটি সতর্কবার্তা জারি করেছিল কিয়েভের ভারতীয় দূতাবাস। সেখানে বলা হয়, “ইউক্রেনের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। জরুরি প্রয়োজন ছাড়া ইউক্রেন সফরে যাবেন না। ইউক্রেনের (Ukraine) মধ্যেও এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন না। নাগরিকরা কোথায় রয়েছেন, তা দূতাবাসকে জানিয়ে রাখার অনুরোধ করা হচ্ছে। যাতে প্রয়োজনে তাঁদের কাছে পৌঁছনো যায়।” বলে রাখা ভাল, যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন থেকে অন্তত ২০ হাজার ভারতীয় ডাক্তারি পড়ুয়া ও নাগরিকদের উদ্ধার করে নয়াদিল্লি। তবে এখনও সে দেশে বেশ কয়েকজন ভারতীয় রয়ে গিয়েছেন বলে সূত্রের খবর।

সমর বিশেষজ্ঞদের মতে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধকে পুতিন এখন রাশিয়ার (Russia) অস্তিত্ব রক্ষার লড়াই হিসাবে দেখছেন। পুতিন পরমাণু হামলা চালাতে পারেন ধরে নিয়ে সবরকম প্রস্তুতি সেরে রাখছে ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কির সরকার। ইউক্রেনের নাগরিকদের সরকারের তরফে পটাশিয়াম আয়োডিন ট‌্যাবলেট দেওয়া হচ্ছে। পটাশিয়াম আয়োডিন ট‌্যাবলেট শরীরে পরমাণু তেজস্ক্রিয়তার ক্ষতি কমাতে সক্ষম। ইউক্রেনে যে সমস্ত পরমাণু হামলা প্রতিরোধকারী বাঙ্কার ও আশ্রয়স্থল রয়েছে, সেগুলিকে প্রস্তুত রাখা হয়েছে। সবমিলিয়ে পরিস্থিতি ক্রমে খারাপের দিকে যাচ্ছে।

[আরও পড়ুন: এখনই ভোট হলে প্রধানমন্ত্রী পদে বসবেন ঋষিই, দাবি ব্রিটেনের নানা সমীক্ষায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement