সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আতঙ্কে থরহরিকম্প চিনের বাসিন্দারা। অনেকেই সংক্রমণ এড়াতে দেশ ছাড়তে চাইছেন। আপাতত চিনা নাগরিক ও সে দেশে বসবাসকারী বিদেশীদের ই-ভিসা দেওয়া আপাতত বন্ধ রাখল ভারত। ইতিমধ্যে এ নিয়ে নির্দেশিকাও জারি করা হয়েছে। তবে যাদের ভারতে জরুরি প্রয়োজন রয়েছে, তাঁদের চিনে থাকা ভারতীয় দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়ে।
Advisory:
Due to certain current developments, travel to India on E-visas stands temporarily suspended with immediate effect. This applies to holders of Chinese passports and applicants of other nationalities residing in the People’s Republic of China.
— India in China (@EOIBeijing) February 2, 2020
বেজিংয়ের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, “সাম্প্রতিক পরিস্থিতির জেরে ভারতে যাওয়ার অনলাইন ভিসা পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।” দূতাবাসের তরফে আরও জানানো হয়েছে “এই নির্দেশিকা চিনা পাসপোর্টধারী এবং চিনে বসবাসকারী অন্যান্য নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। ইতিমধ্যে যাঁদের অনলাইন ভিসা দেওয়া হয়েছে, সেগুলিও আর বৈধ নয়।”
তবে যাঁদের ভারতে যাওয়ার জরুরি প্রয়োজন রয়েছে, তাদের সরাসরি দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। এপ্রসঙ্গে ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়েছে, “যাঁদের ভারতে যাওয়ার জরুরি কারণ রয়েছে, তাঁরা বেজিংয়ের ভারতীয় দূতাবাসে যোগাযোগ করতে পারেন। কিংবা সাংহাই বা গুয়াংঝাউয়ের ভারতীয় দূতাবাসে যোগাযোগ করতে পারেন। অন্যথায় শহরের অন্যান্য ভিসা আবেদন কেন্দ্রগুলিতে যোগাযোগ করতে পারেন।”
করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে আরও কয়েকটি দেশে। এর পাশাপাশি চিনেও পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সরকারি সূত্রে জানানো হয়েছে, শুক্রবার পর্যন্ত সেখানে মোট ২৫৮ জনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসের কারণে স্বাস্থ্য ক্ষেত্রে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.