Advertisement
Advertisement

Breaking News

চিনা নাগরিকদের অনলাইন ভিসা ইস্যুও সাময়িক স্থগিত ভারতের

করোনার প্রকোপ, চিনা নাগরিকদের অনলাইন ভিসা ইস্যু সাময়িক স্থগিত ভারতে

চিনে বসবাসকারী বিদেশীদের জন্যও এই নিয়ম প্রযোজ্য।

India temporarily suspends online visa for chinese citizens for Corona.
Published by: Paramita Paul
  • Posted:February 2, 2020 4:06 pm
  • Updated:March 12, 2020 1:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আতঙ্কে থরহরিকম্প চিনের বাসিন্দারা। অনেকেই সংক্রমণ এড়াতে দেশ ছাড়তে চাইছেন। আপাতত চিনা নাগরিক ও সে দেশে বসবাসকারী বিদেশীদের ই-ভিসা দেওয়া আপাতত বন্ধ রাখল ভারত। ইতিমধ্যে এ নিয়ে নির্দেশিকাও জারি করা হয়েছে। তবে যাদের ভারতে জরুরি প্রয়োজন রয়েছে, তাঁদের চিনে থাকা ভারতীয় দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়ে।

বেজিংয়ের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, “সাম্প্রতিক পরিস্থিতির জেরে ভারতে যাওয়ার অনলাইন ভিসা পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।” দূতাবাসের তরফে আরও জানানো হয়েছে “এই নির্দেশিকা চিনা পাসপোর্টধারী এবং চিনে বসবাসকারী অন্যান্য নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। ইতিমধ্যে যাঁদের অনলাইন ভিসা দেওয়া হয়েছে, সেগুলিও আর বৈধ নয়।”

[আরও পড়ুন : করোনা আতঙ্ক: চিনে আটক পাকিস্তানি পড়ুয়াদের দেশে ফেরাবে না পাক-সরকার]

তবে যাঁদের ভারতে যাওয়ার জরুরি প্রয়োজন রয়েছে, তাদের সরাসরি দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। এপ্রসঙ্গে ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়েছে, “যাঁদের ভারতে যাওয়ার জরুরি কারণ রয়েছে, তাঁরা বেজিংয়ের ভারতীয় দূতাবাসে যোগাযোগ করতে পারেন। কিংবা সাংহাই বা গুয়াংঝাউয়ের ভারতীয় দূতাবাসে যোগাযোগ করতে পারেন। অন্যথায় শহরের অন্যান্য ভিসা আবেদন কেন্দ্রগুলিতে যোগাযোগ করতে পারেন।”

[আরও পড়ুন : করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ব, চিনে মৃতের সংখ্যা বেড়ে ২৫৮]

করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে আরও কয়েকটি দেশে। এর পাশাপাশি চিনেও পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সরকারি সূত্রে জানানো হয়েছে, শুক্রবার পর্যন্ত সেখানে মোট ২৫৮ জনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসের কারণে স্বাস্থ্য ক্ষেত্রে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement