সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অপারেশন বন্দে ভারত’, ‘অপারেশন গঙ্গা’র পর এবার ভারতের ‘অপারেশন কাবেরী’। যুদ্ধবিধ্বস্ত সুদানে (Sudan) আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করল বিদেশমন্ত্রক। সোমবার বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছেন, ইতিমধ্যে সুদানে আটকে থাকা ৫০০ ভারতীয় সুদান বন্দরে পৌঁছে গিয়েছেন। বাকিরা রাস্তায় রয়েছে। তাঁদের ফেরাতে জাহাজ, বিমানের ব্য়বস্থা করা হয়েছে। আর এই ঘরে ফেরানোর মিশনের নাম দেওয়া হয়েছে অপারেশমন কাবেরী।
আচমকাই যুদ্ধ শুরু হয়েছে আফ্রিকা মহাদেশের সুদানে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বহু ভারতীয় আটকে রয়েছে। তাঁদের দেশে ফেরানোর জন্য সৌদি আরব, ব্রিটেনের মতো একাধিক দেশের সঙ্গে কথা বলেছিল বিদেশমন্ত্রক। রাষ্ট্রসংঘের (United Nations) মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের (Antonio Guterres) সঙ্গে বৈঠকও করেন জয়শংকর। বলা হয়েছিল, প্রয়োজনে রাষ্ট্রসংঘের সাহায্যে করিডোর তৈরি করে উদ্ধার করা হবে ভারতীয়দের। এদিন থেকে সেই উদ্ধারকার্য শুরু হল।
বিদেশমন্ত্রী জানিয়েছেন, সুদানে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে শুরু হয়েছে ‘অপারেশন কাবেরী’। সুদান বন্দরে পৌঁছে গিয়েছেন ৫০০ ভারতীয়। বাকিরা রাস্তায় রয়েছে। তাঁদের বাড়ি ফেরাতে আমাদের জাহাজ, বিমান তৈরি। আটকে থাকা ভারতীয়দের ঘরে ফেরাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ইতিপূর্বে করোনা কালে বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়েছিল বিদেশমন্ত্রক। সেই অপারেশনের নাম রাখা হয়েছিল ‘অপারেশন বন্দে ভারত’। এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধারকার্যের নাম রাখা হয়েছিল ‘অপারেশন গঙ্গা’। এবারের অপারেশনের নাম রাখা হয়েছে ‘অপারেশন কাবেরী’।
Operation Kaveri gets underway to bring back our citizens stranded in Sudan.
About 500 Indians have reached Port Sudan. More on their way.
Our ships and aircraft are set to bring them back home.
Committed to assist all our bretheren in Sudan. pic.twitter.com/8EOoDfhlbZ
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) April 24, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.