Advertisement
Advertisement

Breaking News

United Nations

রাষ্ট্রসংঘে প্যালেস্টাইনের অন্তর্ভুক্তির সমর্থন, হামাসে কঠোর ভারত

এই যুদ্ধের জেরে বিশ্ব মানবিকতা সংকটের মুখে, রাষ্ট্রসংঘে বার্তা ভারতের।

India stands firm against Hamas, supports Palestine inclusion in United Nations
Published by: Amit Kumar Das
  • Posted:May 14, 2024 2:55 pm
  • Updated:May 14, 2024 5:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ৭ মাসেরও বেশি সময় ধরে ইজরায়েলের লাগাতার হামলায় কার্যত ধুলোয় মিশে গিয়েছে গাজা। মৃত্যু হয়েছে কয়েক হাজার মানুষের। যার বেশিরভাগই মহিলা ও শিশু। নৃশংস এই রক্তের হোলি খেলা বন্ধের আবেদন জানানোর পাশাপাশি, রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে গাজাকেও বার্তা দেওয়া হল পণবন্দিদের অবিলম্বে মুক্তি দেওয়ার। একই সঙ্গে নাম না করে হামাসের উদ্দেশে ভারতের তরফে জানানো হয়েছে, ‘ভারত কোনওভাবেই সন্ত্রাসবাদকে সমর্থন করে না।’

ইজরায়েল ও প্যালেস্টাইন সংকটে বরাবরই দ্বীরাষ্ট্র নীতি নিয়ে চলেছে ভারত। যার ফলে রাষ্ট্রসংঘের সদস্য পদে প্যালেস্টাইনের পক্ষেই ভোট দিয়েছে দেশ। এবার সেই নীতি বজায় রেখেই আন্তর্জাতিক মঞ্চে ভারতের রাষ্ট্রদূত রুচিরা কম্বোজ বলেন, ‘যে কোনও সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য। ইজরায়েল ও প্যালেস্টাইনের উচিৎ আলোচনার মাধ্যমে অবিলম্বে সমস্যার সমাধান করা। ইজরায়েল দেশের পাশাপাশি নির্দিষ্ট সীমানার মধ্যে বসবাস করুক প্যালেস্টাইনের মানুষ।’ পাশাপাশি জানানো হয়েছে, ‘নিষ্ঠুর এই যুদ্ধের জেরে বিশ্ব মানবিকতা সংকটের মুখে। অসংখ্য মানুষ মারা গিয়েছেন, চরম ভয়াবহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন গাজার মহিলা ও শিশুরা। যুদ্ধের জেরে সেখানে চরম অমানবিক পরিস্থিতির কথা অস্বীকার করা যায় না।’ সমস্যা সমাধানে দুই রাষ্ট্রের মধ্যস্ততা করতে ভারত প্রস্তুত বলেও জানানো হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ফের দিল্লির হাসপাতালে বোমাতঙ্ক, যুদ্ধকালীন তৎপরতায় শুরু তল্লাশি অভিযান]

একইসঙ্গে হামাসকে বার্তা দিয়ে ভারতের তরফে জানানো হয়েছে, ‘হামাসের তরফে ৭ অক্টোবর যে হামলা চালানো হয়েছিল, ভারত তার তীব্র নিন্দা করে। সন্ত্রাসবাদ কোনওভাবেই সঠিক পথ নয়। ভারত সর্বদা সন্ত্রাসবাদের বিরোধিতা করে এসেছে।’ এর পরই সন্ত্রাসকে অস্ত্র করে সাধারণ মানুষকে বন্দি করে রাখা হামাসকে বার্তা দিয়ে রুচিরা বলেন, ‘অবিলম্বে হামাস যেন সমস্ত পণবন্দিকে নিঃশর্তভাবে মুক্তি দেয়। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আন্তর্জাতিক আইন যেন তারা পালন করে।’

[আরও পড়ুন: খতিয়ে দেখা হোক ভিভিপ্যাট-রায়, সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আর্জি দায়ের আবেদনকারীর]

উল্লেখ্য, বছর খানেক ধরে যুযুধান ইজরায়েল-প্যালেস্টাইনের (Israel vs Palestine) মধ্যে কোনও একটি পক্ষকে বেছে নেওয়া ভারতের কূটনীতির পক্ষে কঠিন। কারণ, দুদেশই বন্ধুসম। ফলে মানবিকভাবে প্যালেস্টাইনের পাশে থাকলেও এনিয়ে রাষ্ট্রসংঘের মতো মঞ্চে নয়াদিল্লির প্রতিনিধিরা নিশ্চুপ থাকতেন। তবে গত কয়েকদিন ধরে নিরাপত্তা পরিষদে (UNSC) প্যালেস্টাইনের স্থায়ী সদস্যপদের সমর্থনে মুখ খুলেছিল ভারত (India)। এমনকী অতীতের দ্বীরাষ্ট্র নীতি মেনেই প্যালেস্টাইনের পক্ষে ভোটও দেয় ভারত। সেই নীতি অব্যাহত রেখেই এবার যুদ্ধ থামানোর বার্তা দেওয়ার সঙ্গেই হামাসের বিরুদ্ধে সরব হল ভারত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ