Advertisement
Advertisement

সার্বভৌমত্বে আঘাত, প্রতিবাদে চিনের OBOR সম্মেলন বয়কট ভারতের

প্রবল চাপে চিন৷

India skips OBOR summit protesting attack on sovereignty
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 15, 2017 7:21 am
  • Updated:May 15, 2017 7:21 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীরে ‘ইকোনমিক করিডর’ তৈরি নিয়ে চিনের ওপর চাপ বাড়াতে বেজিংয়ে ‘বেল্ট অ্যান্ড রোড’ বা ‘ওবোর’ শীর্ষ সম্মেলন বয়কট করল ভারত৷ দিল্লির এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে ইসলামাবাদ৷ পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেন, পাকিস্তান ও চিনের মধ্যে প্রস্তাবিত এই অথনৈতিক করিডরটি যে কোনও দেশই ব্যবহার করতে পারে৷ তাই এই ইস্যুতে অকারণে রাজনীতি করা উচিত নয়৷

‘মুখোমুখি যুদ্ধে জিততে পারবে না জেনেই চোরাগোপ্তা হামলা চালায় পাকিস্তান’ ]

Advertisement

রবিবার বেজিংয়ে দু’দিনের ‘বেল্ট অ্যান্ড রোড’ সম্মেলনের উদ্বোধন করেন চিনের প্রেসিডেন্ট জিং পিং৷ ভারতকে ঘুরিয়ে বার্তা দিয়ে তিনি বলেন, বেজিং নয়াদিল্লির সার্বভৌমত্ব ও স্বার্থকে সম্মান করে৷ ভারতের সার্বভৌমত্ব ও স্বার্থে ক্ষতি হয় এমন কোনও কাজ চিন করবে না৷ কিন্তু সার্বভৌমত্ব ও অখণ্ডতা ইস্যুতে চিনের ডাকা সম্মেলন বয়কট করেছে ভারত৷

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ বিশ্বের ২৯টি দেশের রাষ্ট্রপ্রধানরা৷ ‘বেল্ট অ্যান্ড রোড’ সম্মেলনে প্রতিনিধি দল পাঠিয়েছে আমেরিকাও৷ শুধু বিভিন্ন দেশের প্রতিনিধি বা রাষ্ট্রপ্রধানরাই নন, সম্মেলনের প্রথম দিনে হাজির ছিলেন রাষ্ট্রসঙ্ঘ, বিশ্বব্যাঙ্ক ও আইএমএফ-এর প্রতিনিধিরাও৷ সম্মেলনের উদ্বোধন করে চিনা প্রেসিডেন্ট জিং পিং বলেন, ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্প বাস্তবায়িত হলে বিশ্বের সব দেশই উপকৃত হবে৷ পাশাপাশি, দিল্লির আশঙ্কা উড়িয়ে দিয়ে চিনের প্রেসিডেন্ট বলেন, এই প্রকল্পের ফলে কাশ্মীর ইস্যুতে বেজিংয়ের অবস্থানে কোনও প্রভাব পড়বে না৷

[ ‘ভারতীয় হিসেবে লজ্জিত হলে সমুদ্রে ঝাঁপ দিন মমতা’ ]

তবে ‘বেল্ট অ্যান্ড রোড’ সম্মেলনে ভারতের সরকারি কোনও প্রতিনিধি হাজির না থাকলেও, বেজিংয়ে এই সম্মেলনে হাজির ছিলেন ভারতের কিছু বিশিষ্ট ব্যক্তি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement