Advertisement
Advertisement

Breaking News

দেশের আকাশ ঢাকবে অভেদ্য বর্ম, ভারতের হাতে আসছে ‘এস-৪০০’

২০১৮-র শেষে হতে পারে চুক্তি স্বাক্ষর৷

India set to get S-400 Triumf air defence missiles
Published by: Sayani Sen
  • Posted:August 23, 2018 4:04 pm
  • Updated:August 24, 2018 2:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ার সঙ্গে সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ হতে চলেছে ভারত৷ চুক্তির আওতায় রয়েছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র৷ চলতি বছরের শেষের দিকেই ভারত-রাশিয়া চুক্তি স্বাক্ষরিত হতে পারে৷ চুক্তি চূড়ান্ত হলে রাশিয়ার পাঁচটি অত্যাধুনিক এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম পাবে ভারত। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের পরমাণু বোমা বহনকারী যুদ্ধবিমান, স্টেলথ ফাইটার জেট, গোয়েন্দা বিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন শুধু শনাক্তই করতে পারে না, ৩০ কিলোমিটার উচ্চতায় সেগুলো ধ্বংসও করতে পারে। এ ধরনের অস্ত্র যুক্ত হলে ভারতের সামরিক বাহিনী আরও এক ধাপ এগিয়ে যাবে।  

[ফাঁস বিস্ফোরক তথ্য, যৌনকেচ্ছা ও ঘুষ মামলায় জেরবার ট্রাম্প]

ভারতের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে,  পাঁচটি এস-৪০০ ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তাদের সামরিক বাহিনীতে যুক্ত হবে খুব তাড়াতাড়ি। ২০১৮-২০১৯ অর্থ বছরের মধ্যে চুক্তি চূড়ান্ত করতে চায় ভারত। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ক্রুজ মিসাইলের পাশাপাশি মধ্যম মানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্রেরও মোকাবিলা করতে পারবে এস-৪০০ ট্রিয়াম্ফ। এর বহুমুখী ব্যবহারে এই অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নবযুগের সূচনা হবে।

Advertisement

[চিনা ভীতি কাটাতে ট্রাম্পের সঙ্গে সখ্যতা বাড়িয়েছেন মোদি]

২০১৫ সালে এস-৪০০ কেনার বিষয়ে রাশিয়ার সঙ্গে ভারতের আলোচনা শুরু হয়। ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল রাশিয়ার সঙ্গে আলোচনার পর ওই বছর ডিসেম্বর মাসে ছাড়পত্র দিলে ২০১৬ সালের অক্টোবর মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন। রাশিয়ার কাছ থেকে পাঁচটি এস-৪০০ ব্যবস্থাসহ গ্রিগোরিভিচ শ্রেণির চারটি ফ্রিগেট এবং ২০০টি ‘কামোভ-২২৬টি’ লাইট হেলিকপ্টার কেনার বিষয়ে প্রাথমিক চুক্তি করে ভারত। একই দিনে রাশিয়ার কাছ থেকে দ্বিতীয় পরমাণু সাবমেরিন ভাড়া নেওয়ারও চুক্তি করে ভারত। সব মিলিয়ে ওই দিন রাশিয়ার সঙ্গে ১ হাজার কোটি ডলারের সামরিক চুক্তি হয় ভারতের। চলতি বছর রাশিয়ার সঙ্গে এস-৪০০ ব্যবস্থা কেনার চুক্তি চূড়ান্ত হলে, তা হবে দুই দেশের মধ্যে এ যাবৎকালের সবচেয়ে বড় সামরিক চুক্তি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement