Advertisement
Advertisement

এনএসজি-র সদস্যপদ ও ভারতের মধ্যে চিনের ‘প্রাচীর’

সুইজারল্যান্ড ভোলবদলে চমকে গিয়েছেন বিদেশমন্ত্রকের কর্তারাও৷

India remains upbeat despite NSG block, calls for 'early decision' on its application
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 24, 2016 5:28 pm
  • Updated:June 24, 2016 5:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪৮ সদস্যের আন্তর্জাতিক পরমাণু ক্লাবে ভারতের প্রবেশপথে একমাত্র প্রাচীর হয়ে দাঁড়িয়েছে চিন৷ বিশেষ সূত্রের খবর, সিওলে বাকি ৪৭টি দেশ ভারতের অন্তর্ভুক্তিতে সমর্থন জানালেও চিন এখনও অনড়, অনমনীয়!

পরিস্থিতি এখন যা দাঁড়িয়েছে, সিওলে এনএসজি বৈঠকে ভারতের একমাত্র প্রতিপক্ষ চিন৷ যদিও আরেকটি সূত্রের খবর, ব্রাজিল, অস্ট্রেলিয়া, তুরস্ক, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডও চায় না এনপিটি-তে স্বাক্ষর না করেই ভারত এনএসজি-তে প্রবেশ করুক৷ কিন্তু কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের তুখোড় নৈপুণ্যে আপাতত ব্রাজিলের মতো দেশকে ঠান্ডা করা গিয়েছে৷ সর্বশেষ পাওয়া খবরে, এনএসজি-তে নয়াদিল্লির প্রবেশকে স্বাগত জানিয়েছে ব্রাজিলও৷ বরং সুইজারল্যান্ড ভোলবদলে চমকে গিয়েছেন বিদেশমন্ত্রকের কর্তারাও৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুইজারল্যান্ড সফরে সময় ভারতকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছিল ইউরোপিয়ান দেশটি৷ কিন্তু এদিন হঠাৎ ভারত-বিরোধী ব্লকে যোগ দিয়ে এনএসজি-তে নয়াদিল্লিকে ঢুকতে দিতে চায় না সুইজারল্যান্ড৷

Advertisement

বৃহস্পতিবারের পর শুক্রবার বৈঠক ফের শুরু হলে চিন ফের দাবি করে, এনপিটি-তে স্বাক্ষর না করলে ভারতকে পরমাণু ক্লাবে প্রবেশ করতে দেওয়া গ্রুপের ‘নিয়মবিরুদ্ধ’ কাজ হবে৷ পাল্টা ভারতও জানিয়ে দিয়েছে, এনপিটি-তে স্বাক্ষর না করলেও ভারত এক দায়িত্ববান পরমাণু ক্ষমতাসম্পন্ন দেশ৷ বিদেশমন্ত্রক আরও জানিয়েছে, পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে স্বাক্ষর ও এনএসজিতে প্রবেশের মধ্যে কোনও বিরোধ নেই৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরুপ জানিয়েছেন, গতকালের টানা তিন ঘন্টার আলোচনার পরেও চিনের বাধার প্রাচীর টপকানো যায়নি৷ এদিন ফের নতুন করে চেষ্টা শুরু হয়েছে৷ কিন্তু অন্যান্য দেশগুলির নিঃশর্ত সমর্থন পেয়ে ভারত অভিভূত- একথাও জানাতে ভোলেননি তিনি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement