Advertisement
Advertisement
কাশ্মীর

কাশ্মীর ইস্যুতে নজিরবিহীনভাবে আমেরিকার পাশে চিন, মধ্যস্থতায় সওয়াল

মার্কিন প্রেসিডেন্টের সুরে এবার সুর মেলাল চিনও৷

India-Pakistan should peacefully settle Kashmir issue: China
Published by: Tanujit Das
  • Posted:July 27, 2019 5:23 pm
  • Updated:July 27, 2019 5:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার পর চিন৷ ট্রাম্পের পথে হেঁটে কাশ্মীর ইস্যুতে এবার মধ্যস্থতা ও সাহায্যের পক্ষে সওয়াল করল বেজিং৷ স্পষ্ট জানাল, ভারত-পাকিস্তানের উচিত কথাবার্তার মাধ্যমে এই সমস্যার সমাধান করা৷ সেক্ষেত্রে  আন্তর্জাতিক মহল বা আমেরিকা যদি এই ইস্যুতে ‘গঠনমূলক ভূমিকা’ পালন করতে চায়, সেই প্রস্তাবকেও সাদরে গ্রহণ করা উচিত৷

[ আরও পড়ুন: শ্রীলঙ্কায় সেনা-আইএস গুলির লড়াই, নিহত অন্তত ১৫]

চিনা বিদেশ দপ্তরের মুখপাত্র হুয়া চুংইয়াং জানান, ‘‘ভারত-পাকিস্তান উভয়েরই প্রতিবেশী দেশ চিন৷ তাই আমরা আশা করব, ভারত-পাকিস্তান নিজেদের মধ্যেকার সম্প্রীতি বজায় রাখবে৷ কাশ্মীর ইস্যু-সহ তাদের মধ্যেকার সমস্ত দ্বিপাক্ষিক সমস্যাকে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে৷ এবং দক্ষিণ এশিয়ায় শৃঙ্খলা ও স্থিতাবস্থা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা নেবে৷’’ এখানেই শেষ নয়, এরপরই কাশ্মীর ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্যকে টেনে আনেন তিনি৷ এবং তার সপক্ষে বলেন, ‘‘কথাবার্তার মাধ্যমে ভারত-পাকিস্তানের মধ্যেকার দ্বন্দ্ব মেটাতে যদি গঠনমূলক ভূমিকা পালন করে আমেরিকা-সহ আন্তর্জাতিক মহল, তাতেও আমাদের সমর্থন রয়েছে৷’’

Advertisement

[ আরও পড়ুন: অবশেষ মুক্তি পেলেন ইরানে আটক ৯ ভারতীয় নাবিক ]

প্রসঙ্গত, চলতি সপ্তাহে ইমরান খানের সঙ্গে বৈঠকের পর কাশ্মীর ইস্যুতে বিতর্কিত মন্তব্য করেন মার্কিন প্রসিডেন্ট৷ ভারত-পাকিস্তানের মধ্যেকার এই বিতর্কিত ইস্যুতে প্রথমে মধ্যস্থতার বার্তা দেন তিনি৷ এরপর জানান, জি-২০ বৈঠকে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর কাছে এই অনুরোধ করেছিলেন৷ যা নিয়ে তুঙ্গে ওঠে বিতর্ক৷ তোলপাড় পড়ে যায় আন্তর্জাতিক মহলে৷ ট্রাম্পের বক্তব্যের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেয় ভারত৷ সংসদে দাঁড়িয়ে বিদেশমন্ত্রী এস জয়শংকর সাফ জানান, এমন কোনও কথা প্রধানমন্ত্রী বলেননি৷ কারণ, কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা কোনও দিনই চায় না ভারত৷ কারণ এতে দু’দেশের মধ্যেকার শিমলা চুক্তি সরাসরি লঙ্ঘিত হবে৷ কিন্তু এরপরই দেখা গেল, ট্রাম্পের সুরেই এবার কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার পক্ষেই সওয়াল করল চিনও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement