Advertisement
Advertisement

সংঘর্ষ ছেড়ে বন্ধুত্বের বার্তা! বলিউডের গানে কোমর দোলালেন ভারত-পাক জওয়ানরা

ভাইরাল ভিডিও৷

India, Pak soldiers dance together to Bollywood songs in Russia
Published by: Tanujit Das
  • Posted:August 31, 2018 7:31 pm
  • Updated:September 1, 2018 8:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে প্রত্যেকদিনই নিয়ন্ত্রণ রেখাকে উত্তপ্ত করে রেখেছে পাক সেনা৷ পাশাপাশি, কাশ্মীর-সহ ভারতের অন্দরে সন্ত্রাসবাদের বীজ বপণ করার জন্য বিভিন্ন জঙ্গি সংগঠনকে মদত দিয়ে যাচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই৷ এমত পরিস্থিতিতে প্রথমবার আন্তর্জাতিক স্তরে কোনও যৌথ সেনা মহড়ায় অংশগ্রহণ করছে ভারতীয় সেনা ও পাক রেঞ্জার্স। তবে কেবল যুদ্ধক্ষেত্রেই সাক্ষাৎ হয়নি যুযুধান দু’পক্ষের, মহড়া শেষে একসঙ্গে উল্লাসে মেতে উঠতেও দেখা গিয়েছে দুই সেনাকে৷ বলিউডি গানের সঙ্গে যেখানে চলছে চটুল নাচ৷ সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সেই ভিডিও৷

[পাকিস্তানে নিষিদ্ধ সিনেমার ‘অশালীন’ পোস্টার, বিতর্কের মুখে মন্ত্রী]

Advertisement

রাশিয়ার ছেবারকুলে গত শুক্রবার থেকে শুরু হয় আন্তর্জাতিক কাউন্টার টেররিজম সেনা অভিযান ‘পিস মিশন ২০১৮’। এতে কেবল ভারত ও পাকিস্তানের সেনারাই অংশগ্রহণ করেনি, পাশাপাশি যুদ্ধ কৌশল প্রদর্শন করেছে চিন, রাশিয়া-সহ সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের(এসসিও) অন্তর্গত দেশগুলির সেনাবাহিনীও। বহুদেশীয় এই সেনা মহড়ায় অংশগ্রহণ করেছে ভারতীয় সেনার রাজপুত রেজিমেন্ট ও বায়ু সেনা থেকে গিয়েছে ২০০ জন জওয়ান।

[সরষের মধ্যেই ভূত! মার্কিন সেনায় ঘাঁটি গেড়েছে আইএসের চররা]

জানা গিয়েছে, মহড়া শেষে ‘ভারতীয় ডিভাস’ নামের একটি অনুষ্ঠানের আয়োজন করেন ভারতীয় জওয়ানরা৷ সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানান হয়, মহড়ায় অংশগ্রহণ করা অন্যান্য দেশের সেনাবাহিনীকেও৷ সেখানেই চালানো হয় বলিউডের বিখ্যাত সমস্ত গান৷ সেই গানের তালে তালেই কোমর গোলাতে দেখা যায় অন্যান্য দেশের পাকিস্তান-সহ অন্যান্য দেশের সেনাকে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement