যে কোনও পরিস্থিতির মোকাবিলায় নৌবহর। ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দুই আগেই লোহিত সাগরে (Read Sea) ভারতীয় বাণিজ্যতরীতে ড্রোন হামলা হয়েছে। অপরিশোধিত তেল পরবহণকারী ট্যাঙ্কার জাহাজটিতে হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথি (Houthi)। ওই ঘটনার জেরে এবার লোহিত সাগর লাগোয়া আরব সাগরীয় (Arabian Sea) অঞ্চলে তিনটি রণতরী মোতায়েন করল ভারত। নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, ভবিষ্যত যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলা করবে এই নৌবহর।
ইজরায়েল-হামাস যুদ্ধের আবহে ভারতগামী জাহাজে হামলা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছিল। এই বিষয়ে মার্কিন সেনা জানায়, আক্রান্ত দুটি জাহাজ টহলদারি আমেরিকান জাহাজের সঙ্গে যোগাযোগ করে। ড্রোন হামলা হয়েছে বলে জানায় তারা। এর মধ্যে নরওয়ের পতাকা লাগানো জাহাজটিতে ছিল রাসায়নিক। ভারতীয় জাহাজ এমভি সাইবাবায় ছিলেন বেশ কয়েক জন ভারতীয়। যেটি অপরিশোধিত তেলের ট্যাঙ্কার। মার্কিন সেনা দাবি করেছিল, ইরানের মদতে এই ঘটনা ঘটছে। হাউথিদের হাত শক্ত করছে ইরান।
হাউথির তরফে আগেই জানানো হয়েছিল, ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হামাসের পক্ষে রয়েছে তারা। ইজরায়েল-হামাস যুদ্ধের পর থেকেই লোহিত সাগরে ড্রোন হামলা বৃদ্ধি পেয়েছে। বেছে বেছে ভারতীয় জাহাজে হামলার ঘটনা তাৎপর্যপূর্ণ। মোদি সরকার যুদ্ধের বিরোধিতা করলেও প্রকাশ্যে ইজারায়েলকে পাশে দাঁড়িয়েছে। তার বদলা নিতেই কি হামলা? উল্লেখ্য, গত শনিবার ওই এলাকাতেই ইজরায়েলের একটি বাণিজ্যিক জাহাজেও ড্রোন হামলা হয়েছিল। মার্কিন সেনা আরও দাবি করেছিল, এর আগে চারটি ড্রোন গুলি করে নামিয়েছে তারা। ড্রোনগুলি ইরানের মদতপুষ্ট হাউথি বাহিনীরক অধিকৃত এলাকা থেকে ছোড়া হয়েছিল বলে দাবি। এই পরিস্থিতিতে ঝুঁকি নিল না মোদি সরকার। নৌবহর পাঠানো হল লোহিত সাগরের আরব সাগরীয় অঞ্চলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.