Advertisement
Advertisement

প্রথমবারের জন্য তালিবানদের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসবে ভারত

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নয়াদিল্লির উদ্যোগ৷

India meeting with Taliban
Published by: Tanujit Das
  • Posted:November 9, 2018 2:30 pm
  • Updated:November 9, 2018 2:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই প্রথমবার আফগান তালিবানদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে ভারত৷ বিদেশমন্ত্রক সূত্রে খবর, সরকারি তরফে নয়, একদমই বেসরকারি উদ্যোগেই মস্কোতে হতে চলেছে এই বৈঠক৷ ভারতের প্রতিনিধি হিসাবে সেখানে উপস্থিত থাকবেন কূটনীতিবিদ টিসিএ রাঘবন ও অমর সিং৷ এই বৈঠকের মূল উদ্দেশ্যই হল, যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা৷ এই শান্তি বৈঠকের আগেই মার্কিন অনুরোধে আফগান তালিবান নেতা মোল্লা আবদুল ঘানি বারাদরকে মুক্তি দিয়েছে পাকিস্তান৷ বৃহস্পতিবারই তাঁকে মুক্তি দেওয়া হয়েছে পাকিস্তানের জেল থেকে৷

জানা গিয়েছে, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠান লক্ষ্যেই বিভিন্ন রাষ্ট্রকে সঙ্গে নিয়ে বৈঠকে বসতে চলেছে রাশিয়া। ভারতের পাশাপাশি বৈঠকে ডাকা হয়েছে, আমেরিকা, চিন, ইরান, কাজাখস্তান, পাকিস্তান, উজবেকিস্তানকে৷ আমন্ত্রণ করা হয়েছে আফগান প্রশাসন ও তালিবানদের প্রতিনিধিদের৷ এই বৈঠকের বিষয়টি স্পষ্ট করেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার৷ তিনি জানান, ভারত সর্বদাই নতুন আফগানিস্তান গঠনের পক্ষে সওয়াল করে আসছে৷ সেখানে শান্তি প্রতিষ্ঠা হোক ভারত সর্বদাই তা চেয়ে এসেছে। গত মাসেই ভারতে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্রের খবর, তখনই এই শান্তি বৈঠকের ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন তিনি৷ যদিও বিদেশমন্ত্রকের এই পদক্ষেপের সমালোচনা করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা৷ কেন্দ্রের বিদেশনীতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি৷ টুইট করে জানতে চান, “আফগান ইস্যুতে তালিবানদের সঙ্গে বেসরকারি বৈঠক বসতে পারলে, কাশ্মীর ইস্যুতে বৈঠকে বসতে সরকারের এত আপত্তি কেন?”  

Advertisement

এমত পরিস্থিতিতে আরও উল্লেখযোগ্য বিষয় হল, তালিবান নেতা মোল্লা আবদুল ঘানি বারাদরকে পাকিস্তানের মুক্তি দেওয়া৷ জানা গিয়েছে, এই শান্তি বৈঠকের আগেই পাকিস্তানকে এই বিষয়ে অনুরোধ করে ওয়াশিংটন৷ সেই অনুরোধকে মান্যতা দিয়েই এই তালিবান নেতাকে মুক্তি দিয়েছে পাক প্রশাসন৷ বৃহস্পতিবার বিবৃতি দিয়ে এমনই জানিয়েছে সেদেশের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র মহম্মদ ফয়জল৷ গত মাসেই কাতারে তালিবানদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিনিধিরা৷ সেই বৈঠকেই শান্তি প্রতিষ্ঠার সমাধান সূত্রে রচিত হলে সূত্রের খবর৷

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement