Advertisement
Advertisement

বিশ্বের চতুর্থ সন্ত্রাসদীর্ণ দেশ ভারত

সন্ত্রাস কবলিত রাষ্ট্রের তালিকায় চতুর্থ নম্বরে স্থান রয়েছে ভারতের৷ ইরাক, আফগানিস্তান এবং পাকিস্তানের পরেই৷

India is world’s fourth most terror centric desk
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 17, 2016 11:42 am
  • Updated:September 17, 2016 11:42 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাস কবলিত রাষ্ট্রের তালিকায় চতুর্থ নম্বরে স্থান রয়েছে ভারতের৷ ইরাক, আফগানিস্তান এবং পাকিস্তানের পরেই৷ এদেশে মাওবাদীদের সক্রিয়তাই যার অন্যতম কারণ৷ মার্কিন বিদেশ মন্ত্রকের তরফে সংগৃহীত পরিসংখ্যানের ভিত্তিতে ন্যাশনাল কনসর্টিয়াম ‘ফর দ্য স্টাডি অফ টেররিজম অ্যান্ড রেসপন্সেস টু টেররিজম’-এর রিপোর্ট অন্তত সেটাই বলছে৷ তাদের মতে, বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করা জঙ্গি সংগঠনের তালিকায় তালিবান, ইসলামিক স্টেট (আইএস) এবং বোকো হারামের পরই রয়েছে মাওবাদীদের নাম, ভারতে যাদের দাপট সুবিদিত৷

রিপোর্টে প্রকাশ, ২০১৫ সালে বিশ্ব সাক্ষী থেকেছে ১১,৭৭৪টি সন্ত্রাসবাদী হামলার৷ মৃত্যু হয়েছে ২৮,৩২৮ জনের৷ আহতের সংখ্যা ৩৫,৩২০৷ ভারতে ওই একই সময় ৭৯১ বার নাশকতা ঘটেছে৷ এই সব ঘটনায় প্রাণ হারিয়েছেন মোট ২৮৯ জন ভারতীয়৷ এই হামলার ৪৩ শতাংশ অর্থাৎ ৩৪৩টিই মাওবাদী-পরিচালিত৷ যার শিকার হয়েছেন ১৭৬ জন৷ আক্রমণ হয়েছে ছত্তিশগড় (২১ শতাংশ), মণিপুর (১২ শতাংশ), জম্মু ও কাশ্মীর (১১ শতাংশ) এবং ঝাড়খণ্ড (১০ শতাংশ)৷ এর মধ্যে ছত্তিশগড়ে মাওবাদীদের আক্রমণ ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে৷ গতবছর অপহরণ এবং পণবন্দি করার ঘটনাও তিনগুণ বেড়েছে (৮৬২)৷ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে জঙ্গি অনুপ্রবেশের ঘটনাও৷ রিপোর্ট অনুযায়ী, মাওবাদী-সহ ভারতে মোট ৪৫টি জঙ্গিগোষ্ঠী সক্রিয় রয়েছে৷ তবে সবচেয়ে বেশি বিভীষিকা ছড়াতে সমর্থ হয়েছে মাওবাদীরাই৷ তাদের হাতে অপহৃত ও পণবন্দি হয়েছেন ৭০৭ জন৷ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের নথি বলছে, ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে মাওবাদীরা ২১৬২ জন সাধারণ মানুষ এবং ৮০২ জন নিরাপত্তারক্ষীকে খুন করেছে৷ রিপোর্ট অনুযায়ী, ভারতে ২০১৫ সালে মাওবাদীরা যেখানে ৩৪৩ টি সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে, সেখানেই তালিবান চালিয়েছে ১০৯৩টি৷ এতে মৃত্যু হয়েছে ৪৫১২ জনের৷ ৯৩১ টি নাশকতার জন্য দায়ী ইসলামিক স্টেট, যাতে প্রাণ হারিয়েছেন ৬০৫০ জন৷ বোকো হারাম চালিয়েছে ৪৯১ টি হামলা, হত ৫৪৫০৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement