Advertisement
Advertisement
Canada Temple

‘ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন’, কানাডার মন্দিরে খলিস্তানি হামলার পর বার্তা হাই কমিশনের

মন্দিরে হামলার জেরে ব্যাহত হয়েছে হাই কমিশনারের আয়োজিত ক্যাম্পের কাজও।

India High Commission of Ottawa slams attack in Canada temple
Published by: Anwesha Adhikary
  • Posted:November 4, 2024 10:58 am
  • Updated:November 4, 2024 10:58 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাডার হিন্দু মন্দিরে খলিস্তানি তাণ্ডবের তীব্র নিন্দা করল সেদেশের ভারতীয় হাই কমিশন। তাদের তরফে জানানো হয়েছে, মন্দিরের খুব কাছেই একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। কিন্তু মন্দিরে তাণ্ডবের জেরে ব্যাহত হয়েছে ক্যাম্পের কার্যকলাপও। গোটা বিষয়টিকে গভীর উদ্বেগজনক বলে মনে করছেন কানাডায় নিযুক্ত ভারতীয় প্রতিনিধিরা।

হরদীপ সিং নিজ্জর খুনের পর থেকেই ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাপক টানাপোড়েন শুরু হয়েছে। একাধিকবার ভারতীয় কূটনীতিকদের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। এহেন পরিস্থিতিতে রবিবার টরন্টোর নিকটবর্তী ব্রাম্পটনের হিন্দু সভা মন্দিরে তাণ্ডব চালায় খলিস্তানিরা। মারধর করা হয় হিন্দু পুণ্যার্থীদের। রেহাই মেলেনি মহিলা এবং শিশুদেরও।

Advertisement

হামলার খবর প্রকাশ্যে আসতেই অটোয়ার ভারতীয় দূতাবাসের এক্স হ্যান্ডেলে তীব্র নিন্দা করে বার্তা দেওয়া হয়। সেই এক্স পোস্ট থেকে জানা যায়, মন্দির কর্তৃপক্ষের সহযোগিতায় প্রতি বছরই সেখানে কনসুলার ক্যাম্পের আয়োজন করে ভারতীয় হাই কমিশন। কানাডা এবং ভারতীয় নাগরিকদের জন্য স্থানীয় স্তরে লাইফ সার্টিফিকেট তৈরি করা হয় এই ক্যাম্পে। চলতি বছরের ক্যাম্পে পর্যাপ্ত নিরাপত্তা মোতায়েন করার জন্য আগে থেকেই প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল।

তার পরেও রবিবার হিন্দু সভা মন্দিরে হামলার জেরে ব্যাহত হয় ওই ক্যাম্পের কাজ। এক্স বার্তায় ভারতীয় হাই কমিশনের তরফে বলা হয়, “গোটা ঘটনাটি যথেষ্ট উদ্বেগজনক। ভারতীয় নাগরিকদের নিরাপত্তার কথা ভেবেও আমরা চিন্তিত। কনসুলেটের ক্যাম্পে এইভাবে হামলা হওয়াটা অত্যন্ত হতাশাজনক।” ওই পোস্টেই ট্যাগ করা হয়েছে ভারতীয় বিদেশমন্ত্রককেও। তবে এখনও কেন্দ্রের তরফে মন্দিরে হামলা বা হাই কমিশনার ক্যাম্পের কাজ ব্যাহত হওয়া নিয়ে আলাদা করে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement