Advertisement
Advertisement

Breaking News

S Jayshankar

বিশ্ব দরবারে নিন্দিত পহেলগাঁও হামলা, সন্ত্রাস বিরোধিতায় জার্মানির সমর্থন আদায় জয়শংকরের

সন্ত্রাস ইস্যুতে ভারতের 'জিরো টলারেন্স' অবস্থানের কথাও ফের স্পষ্ট করেন বিদেশমন্ত্রী।

'India has right to war on terrorism', Germany's foreign minister says S Jayshankar on Pahalgam terror attack
Published by: Sucheta Sengupta
  • Posted:May 23, 2025 9:46 pm
  • Updated:May 23, 2025 10:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাস খানেক আগে জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ। প্রাণ গিয়েছে ২৬ জন নিরীহ মানুষের। পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর এহেন নৃশংস কর্মকাণ্ডের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী লড়াই আরও জোরদার করেছে ভারত। বিশ্বের দরবারে পাকিস্তানের মুখোশ খুলে দিতে তৎপর নয়াদিল্লি। আন্তর্জাতিক মহলে পাক-বিরোধিতায় স্বদেশের প্রতি সমর্থন আদায় করতে আরও সক্রিয় কেন্দ্র। এই পরিস্থিতিতে জার্মানি সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। জার্মানির বিদেশমন্ত্রী জোহান ওয়াদেফুলের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে দু’দেশের অটুট বন্ধুত্ব আরও একবার প্রকাশ্যে এল। জার্মানির বিদেশমন্ত্রীর মন্তব্য, ”সন্ত্রাসের বিরুদ্ধে আত্মরক্ষার্থে যে কোনও পদক্ষেপ গ্রহণ করা ভারতের অধিকার।”

 

এই মুহূর্তে ইউরোপে ত্রিদেশীয় সফরে রয়েছেন এস জয়শংকর। নেদারল্যান্ডস, ডেনমার্ক ও জার্মানির সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে তাঁর এই সফর। শুক্রবার বার্লিন পৌঁছেই তিনি দেখা করেন বিদেশমন্ত্রী জোহান ওয়াদেফুলের সঙ্গে। পহেলগাঁও হামলা, অপারেশন সিঁদুর নিয়ে তাঁকে খুঁটিনাটি জানান জয়শংকর। এও বোঝান যে সন্ত্রাসের ক্ষেত্রে ভারতের ‘জিরো টলারেন্স’ নীতি অর্থাৎ শূন্য সহনশীলতা। পাকিস্তানের পরমাণু হামলার হুমকিও ভারত সহ্য করবে না বলে জানিয়ে দেন বিদেশমন্ত্রী।

এরপরই জয়শংকরকে নিয়ে বার্লিনে যৌথ সাংবাদিক বৈঠক করেন ওয়াদেফুল। তিনি বলেন, ”সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি, আত্মরক্ষা ভারতের অধিকার। আর সেই কারণে পাকিস্তানে সামরিক আঘাত করা হয়েছে। ভারতের এই পদক্ষেপের প্রশংসাই করছে জার্মানি।” সন্ত্রাসদমনে বার্লিন যে নয়াদিল্লির পাশেই আছে, তা স্পষ্ট করে দেন সে দেশের বিদেশমন্ত্রী। সেইসঙ্গে এও উল্লেখ করেন, ভারত-পাকিস্তানের মধ্যে সমস্যার স্থায়ী সমাধানের জন্য আলোচনাই শ্রেয়। পালটা জয়শংকর সাংবাদিক বৈঠকে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে জার্মানির সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তাঁর কথায়, ”জার্মানি মনে করছে, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিটি দেশেরই আত্মরক্ষার অধিকার আছে। এই মনোভাবকে আমরা সম্মান জানাচ্ছি।” 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement