Advertisement
Advertisement

Breaking News

Tuberculosis

বিশ্বে সবচেয়ে বেশি যক্ষ্মায় আক্রান্ত ভারতীয়রা, নয়া রিপোর্টে দাবি WHO’র

২০২২ সালে মোট আক্রান্তদের ২৭ শতাংশই ভারতের।

India has maximum cases of Tuberculosis in the world, says WHO। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 10, 2023 4:39 pm
  • Updated:November 10, 2023 4:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা বিশ্বে সবচেয়ে বেশি মানুষ যক্ষ্মা আক্রান্ত হয়েছেন ভারতেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO যে নতুন রিপোর্ট প্রকাশ করেছে, তাতে দেখা গিয়েছে, ২০২২ সালে ভারতে ২৮.২ লক্ষ মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয়েছেন। যা মোট আক্রান্তের ২৭ শতাংশ।

১৯৯৫ সালে প্রথম ‘হু’ বিশ্বব্যাপী যক্ষ্মা আক্রান্তের তালিকা প্রকাশ করা শুরু করে। দেখা যাচ্ছে ২০২২ সালেই সারা বিশ্বের মধ্যে আক্রান্ত সবচেয়ে বেশি। ‘হু’ সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে ২০২২ সালে বিশ্বজুড়ে যক্ষ্মায় আক্রান্তের সংখ্যা ৭৫ লক্ষ। যার মধ্যে ৮৭ শতাংশই ৩০টি দেশের বাসিন্দা। যার মধ্যে ভারতই শীর্ষে (২৭ শতাংশ)। প্রথম আট দেশের তালিকায় এর পর রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়া (১০ শতাংশ), চিন (৭.১ শতাংশ), ফিলিপিন্স (৭ শতাংশ), পাকিস্তান (৫.৭ শতাংশ), নাইজেরিয়া (৪.৫ শতাংশ), বাংলাদেশ (৩.৬ শতাংশ) ও কঙ্গো (৩ শতাংশ)।

Advertisement

[আরও পড়ুন: Suvendu Adhikari: নন্দীগ্রামের শহিদ মঞ্চে ‘চোরমুক্ত’ বাংলা গড়ার ডাক শুভেন্দুর, ‘আপনিই গ্রেপ্তার হবেন’, পালটা কুণালের]

এরই সঙ্গে রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতে যক্ষ্মা আক্রান্তদের মধ্যে সঙ্কটজনক অবস্থায় রয়েছেন ১২ শতাংশ রোগী। যা সারা বিশ্বের নিরিখে সঙ্কটজনক রোগীর (৫.৮ শতাংশ) তুলনায় দ্বিগুণ। গত বছর ভারতে যক্ষ্মায় (Tuberculosis) মারা গিয়েছেন ৩ লক্ষ ৪২ হাজার মানুষ। তবে অতিমারী পরবর্তী সময়ে যক্ষ্মা আক্রান্তদের সেরে ওঠার পরিসংখ্যান কিছুটা স্বস্তি দিচ্ছে। দেখা যাচ্ছে, ২০২০-২১ সালে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ওঠা মানুষের মধ্যে ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সেই রয়েছেন ৬০ শতাংশেরও বেশি মানুষ।

[আরও পড়ুন: গাজায় কি উপনিবেশ স্থাপনের পথে ইজরায়েল? অবস্থান স্পষ্ট করলেন ‘যুদ্ধবাজ’ নেতানিয়াহু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement